অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন শাহজাদ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট বড় ব্যবধানে হারলেও আশা দেখিয়েছিল তরুণ পেসারদের পারফরম্যান্স। অভিষিক্ত আমির জামালের সঙ্গে আরেক অভিষিক্ত খুররাম শাহজাদও করেন দারুণ বোলিং। কিন্তু এই সিরিজে শাহজাদকে আর পাচ্ছে না দলটি। চোটের কারণে খেলতে পারবেন না সিরিজের বাকি দুই টেস্টে।
পার্থে অভিষেক টেস্টে পাঁজরে ব্যথা অনুভব করেন শাহজাদ। বোলিংয়ের সময়ই অস্বস্তির কথা বলেছিলেন তিনি। পরে স্ক্যান করালে বাঁ পাশের পাঁজরের হাড়ে চিড় ধরা পড়ে তার। এমনকি চোট রয়েছে তলপেটের পেশিতেও।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বলেছে, 'অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর খেলোয়াড়ের ব্যবস্থাপনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পিসিবি। এরপর লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এবং সেখানে চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।'
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৮৩ রানে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ভালো বোলিং করে ৪৫ রানে পান ৩ উইকেট। দুই ইনিংসেই আউট করে স্টিভেন স্মিথকে। অজিদের প্রথম ইনিংসে স্মিথের পাশাপাশি মিচেল মার্শকে ৯০ রানে বোল্ড করেন তিনি। দ্বিতীয় ইনিংসে স্মিথের পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনকেও তুলে নিয়েছিলেন এই পেসার।
শাহজাদকে হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা পাকিস্তানের জন্য। মূল পেসারদের একজন নাসিম শাহও নেই চোটের কারণে। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি লেগ স্পিনার আবরার আহমেদও। দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শাহজাদের বদলে পেসারকে খেলালে দেখা যেতে পারে হাসান আলি কিংবা মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
Comments