বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না উইলিয়ামসন, জেমিসন
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কেইন উইলিয়ামসনকে অধিনায়ক রেখেই স্কোয়াড দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে আগামীর ঠাসা সূচি মাথায় রেখে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন। তার সঙ্গে একই পথে হেঁটেছেন চোট থেকে ফেরা পেসার পেসার কাইল জেমিসন।
বড়দিনের পর পরই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। মেডিকেল বিভাগের পরামর্শ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও বিশ্রামে থাকবেন তারা।
এই দুজনের বিকল্প হিসেবে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে দলে নিয়েছে ব্ল্যাকক্যাপসরা। উইলিয়ামসন না থাকায় সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।
গত বছর আইপিএলে হাঁটুর চোট পেয়ে লম্বা সময় খেলার বাইরে ছিলেন উইলিয়ামসন। বিশ্বকাপে শুরুর কয়েক ম্যাচ মিস করলেও ফেরেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপ শেষে বাংলাদেশে এসে টেস্টও খেলে গেছেন। দলটির সেরা ব্যাটার আপাতত সিরিজের গুরুত্ব বিচার করে খেলা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশের এসে টেস্ট খেলার পর নিজ দেশে ওয়ানডে সিরিজে দলে ছিলেন কাইল জেমিসন। কিন্তু পেশির চোটের ওয়ানডে খেলতে পারেননি। টি-টোয়েন্টিতে ফেরার কথা থাকলেও তাকে নিয়ে আপাতত ঝুঁকি নিবে দল। এই বিবৃতিতে এই কথায় জানিয়েছেন প্রধান কোচ গ্যারি স্টেড।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া স্যান্টনারের আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। ১৩টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
২৬ ডিসেম্বর বক্সিং ডেতে নেপিয়ারে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার(অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
Comments