পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন উইলিয়ামসন-কনওয়েরা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা ক'জন তারকাকে বিশ্রামে রাখলেও পাকিস্তানের বিপক্ষে পুরো শক্তির দল দিয়েছে তারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন, ব্যাটার ডেভন কনওয়ে। চোট কাটিয়ে এসেছেন পেসার ম্যাট হেনরিও।
বিশ্বকাপের মাঝে পেশির চোটে পড়েন হেনরি। সেই চোটের ধাক্কায় ছিলেন না বাংলাদেশ সফরের টেস্ট সিরিজে। খেলতে পারেননি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।
অকল্যান্ডে ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আছেন তিনি। বিশ্বকাপের পর সতেজ থাকতে লম্বা বিশ্রামে গিয়েছিলেন কনওয়ে। দুই সিরিজ পর অনুমিতভাবেই ফিরলেন তিনি। ফিরেছেন গতিময় পেসার লকি ফার্গুসেনও।
নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডে অবশ্য উইলিয়ামসন পাঁচ ম্যাচের মধ্যে চারটি খেলবেন। লকি ফার্গুসেন খেলবেন তিন আর বেন সিয়ার্স দুই ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক) (১, ২, ৪ ও ৫ নম্বর ম্যাচের জন্য), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসেন (শুধু তৃতীয় ম্যাচে), লকি ফার্গুসেন (৩, ৪, ৫ নম্বর ম্যাচে), ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স (১ ও ২ নম্বর ম্যাচে) টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি হ্যামিল্টন, ডানেডিন ও ক্রাইস্টচার্চে হবে সিরিজের বাকি চার ম্যাচ।
Comments