অনুশীলনে তাসকিনের বলে চোট পেলেন তামিম

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের বাইরের নেটে ব্যাট করতে নামেন তামিম। তাসকিনের একটি বল খেলতে গিয়ে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান তিনি। দ্রুতই অনুশীলন থামিয়ে দেন।
Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

বিপিএল সামনে রেখে মাঠে ফিরে অনুশীলন শুরু করেছিলেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের  সাবেক এই অধিনায়ক সেই অনুশীলনে পেলেন চোট। তাসকিন আহমেদের বলে পাওয়া চোটে নেট ছেড়ে বেরিয়ে যান তিনি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের বাইরের নেটে ব্যাট করতে নামেন তামিম। তাসকিনের একটি বল খেলতে গিয়ে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান তিনি। দ্রুতই অনুশীলন থামিয়ে দেন।

পরে ফিজিও বায়েজিদুল ইসলাম এসে তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন। নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে। তার চোটের অবস্থা কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। বিপিএল দিয়ে তিন মাসের বেশি সময় পর তার মাঠে ফেরার কথা। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে দেখা গিয়েছিল তাকে। এরপর নানান নাটকীয়তার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি। আগামী ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফরচুন বরিশালের বিপিএল।

পীঠের চোটে থাকা তামিমকে খুব কমই খেলতে দেখা গেছে গত কয়েক মাসে। গত জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেন তিনি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে একদিন পর সিদ্ধান্ত বদল করলেও চোটের কারণে তার মাঠে ফেরা হচ্ছিল না। সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে মাঠে ফিরলেও তা আবার থমকে যায়।

নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন না এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে দূরে থাকা তামিমকে বিপিএলেই দেখার অপেক্ষায় আছেন তার ভক্তরা।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago