বরিশালের সহজ আর খুলনার প্রায় ‘অসম্ভব’ সমীকরণ

আজ লিগ পর্বের শেষ দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে বরিশাল। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে খুলনা টাইগার্স। দুপুরের ম্যাচে ফলের পরই দিনের শেষ ম্যাচ অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে।
Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের লিগ পর্বের শেষ দিনের উত্তেজনা বলতে তেমন কিছু নেই। প্লে অফের চারদলের তিন দলই আগেই চূড়ান্ত। শেষ একটি অবস্থানও আসলে অনেকটা ঠিকঠাকই বলা যায়। প্লে অফের দৌড়ে অনেকখানি এগিয়ে থাকা ফরচুন বরিশালের সামনে অনেকটা আনুষ্ঠানিকতা সারার সমীকরণ।

আজ লিগ পর্বের শেষ দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে বরিশাল। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে খুলনা টাইগার্স। দুপুরের ম্যাচে ফলের পরই দিনের শেষ ম্যাচ অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে।

১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে আছে বরিশাল। তাদের নেট রানরেট ০.৪৩৪। পাঁচে থাকা ঝুলনা ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খাতায় কলমে লড়াইয়ে থাকলেও তাদের নেট রানরেট -০.৪০০। কুমিল্লার সঙ্গে যদি বরিশাল হারে, আর সিলেটকে খুলনা হারায় তাহলে দুই দলের পয়েন্টই হবে ১২। সেক্ষেত্রে হিসেবে আসবে নেট রানরেট। তাতে খুলনার যা অবস্থান তাতে বরিশালকে টপকে যাওয়া প্রায় অসম্ভব।

বরিশাল যদি কুমিল্লার কাছে বড় ব্যবধানে হারে আর সিলেটকে কুমিল্লা বড় ব্যবধানে হারায় তবেই এনামুল হক বিজয়দের কপাল খুলতে পারে। তবে বিজয় নিজেই বিশ্বাস করছেন না এমন কিছু হবে। আগের ম্যাচ শেষে তিনি বলেছিলেন, 'আমাদের মনে হয় আর সুযোগ নেই।' অর্থাৎ এই ম্যাচটার আগের বাস্তবতা টের পাচ্ছে তারাও।

আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটেরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। সাহস করে এটা লিখেই দেওয়া যায়। ওইদিন ফাইনালে উঠার প্রথম লড়াইয়ে নামবে আসরে এখন পর্যন্ত দুই সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। তাদের ম্যাচে যারা হারবে তারা ২৮ ফেব্রুয়ারি এলিমিনেটর বিজয়ীদের সঙ্গে ফাইনালে উঠার দ্বিতীয় সুযোগ পাবে।

Comments

The Daily Star  | English

Journalists who legitimised fascism will not be spared: Nahid

Information Adviser Nahid Islam today said journalists and writers who tried to give legitimacy to fascism and instigated mass killing through their writings will be brought to book

1h ago