আইপিএলেও খেলতে পারছেন না শামি!
দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপে আলো ছড়ানো মোহাম্মদ শামির মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। বিশ্বকাপের পর থেকেই গোড়ালির চোটে খেলার বাইরে থাকা শামির আইপিএল খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
গত নভেম্বরে বিশ্বকাপের পর ভারত সব সংস্করণে বেশ কিছু ম্যাচ খেলে ফেললেও শামি আছেন পুনর্বাসনে। তবে লম্বা পুনর্বাসনেও তার চোট সেরে উঠেনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর, অস্ত্রোপচার করাতে পারেন তিনি। অস্ত্রোপচার করাতে হলে আরও অন্তত দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকবেন ৩৩ বছর বয়েসী পেসার।
এবারের আইপিএল ২২ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৬ মে। অর্থাৎ এই সময়ে অস্ত্রোপচারে গেলে শামির আইপিএল খেলার সম্ভাবনা আর নেই। শামি আইপিএলে না খেললে বিশাল ধাক্কা খাবে গুজরাট টাইটান্স। দলটির পেস আক্রমণের মূল ভরসা তিনি।
২০২২ সালে গুজরাটের আইপিএল জয়ে ভূমিকা ছিলো শামির। ২০২৩ মৌসুমে ফাইনালে উঠার পথে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৮ উইকেট নেন ডানহাতি পেয়ার। পরে বিশ্বকাপে ৭ ম্যাচ খেলেই ২৪ উইকেট নিয়ে হন সেরা বোলার।
শামিকে ছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত। বছরের শুরুর দিকে শামি অবশ্য আশাবাদী ছিলেন সেরে উঠে তিনিও থাকবেন এই সিরিজে। তবে তার গোড়ালির চোট এতটাই ভোগান্তির কারণ হচ্ছে যে আইপিএলই এখন ঘোর সংশয়ে।
Comments