মুশফিক-মাহমুদউল্লাহকে যে কারণে শিরোপা উৎসর্গ তামিমের

পুরস্কার বিতরণী আয়োজনে কথা বলার সময় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকে নিয়ে যান তামিম ইকবাল। অভিজ্ঞ এই দুই তারকা আগে কখনো বিপিএলের শিরোপার স্বাদ পাননি।
Mushfiqur Rahim and Mahmudullah
ছবি: ফিরোজ আহমেদ

পুরস্কার বিতরণী আয়োজনে কথা বলার সময় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকে নিয়ে যান তামিম ইকবাল। অভিজ্ঞ এই দুই তারকা আগে কখনো বিপিএলের শিরোপার স্বাদ পাননি। পরে সংবাদ সম্মেলনে এসে জানান, বিপিএল শিরোপা আগে না জেতা সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও ছিলেন তাদের দলে। ক্যারিয়ারের শেষ প্রান্তে বলেই মুশফিক ও মাহমুদউল্লাহকে আলাদা করছেন তিনি।

সেই ২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। কিন্তু এতগুলো আসর পেরিয়ে গেলেও কখনো শিরোপাজয়ী দলে থাকা হয়নি তাদের। এবার তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালের হয়ে সেই অপূর্ণতা ঘুচে যায়। দল জেতার সময় ক্রিজেই ছিলেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিম খানিক আগে আউট হয়ে যান। তবে জয় নিশ্চিতের পর ছুটে এসে উঠে পড়েন মাহমুদউল্লাহর কোলে।

পরে সংবাদ সম্মেলনে এসে দীর্ঘদিনের দুই সতীর্থকে শিরোপা উৎসর্গ করার কারণ ব্যাখ্যা করে জানান তামিম,  'অবশ্যই যেকোনো ট্রফি ফ্যান্টাসটিক। কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ছিলো কিছু তরুণ খেলোয়াড় মিরাজ বলেন বা সৌম্য বলেন। দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই, মুশফিক। তারা দেশকে অনেকদিন ধরে সেবা দিচ্ছে। কিন্তু ওরা এই ট্রফিটা এখনো পায়নি। আমার নিজেরই একটা ইচ্ছা ছিলো আল্লাহ যদি আমাদের দেয় (ট্রফি) তাহলে এই ট্রফি তাদের উৎসর্গ করব।'

'আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুল তাদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কতদিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছেন হয়ত চালিয়ে যাবে। অন্যদের মতন এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল।'

বরিশালের শিরোপা জেতায় তামিমকে নেতৃত্বের কাজটা সহজ করে দিয়েছিলেন মুশফিক। সেই কারণেও তার প্রতি আলাদা কৃতজ্ঞতা জানান তামিম, 'আমরা অনেক সময় কৃতিত্ব সবাইকে ঠিকভাবে দেই না। যার যতটুকু প্রাপ্য, কৃতিত্ব দেওয়া উচিত। এই টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন আমি মুশফিককে গিয়ে বলি, "তুই কি মাঠের ব্যাপারগুলি দেখতে পারি? বোলিং পরিবর্তন, ফিল্ডিং, এসব দেখবি।" এটা আমাকে দম ফেলার সুযোগ দিয়েছে, কারণ আমি বাইরের ব্যাপারগুলি দেখছিলাম- কোন ক্রিকেটার আসছে, কোন ক্রিকেটার যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে , এসব।'

'মুশফিক অসাধারণ ছিল। ও এই কাজ করাতে আমার ওপর চাপ অনেক কমে গেছে। নিজের ক্রিকেট ও ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। আপনারা খেয়াল করে থাকলে দেখেছেন, ওর সম্পৃক্ততা অনেক ছিল। তাকে ধন্যবাদ জানাতেই হবে। এই ট্রফি আমার চেয়ে কারও বেশি প্রাপ্য থাকলে সেটা মুশফিক। কারণ অনেক ভালো কিছু সে করেছে।'

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago