এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না তামিম

Tamim Iqbal
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ জাতীয় দলে আবার কী ফিরবেন তামিম তামিম ইকবাল? আর ফিরলেও তা কবে? গত কয়েক মাস ধরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। তামিম নিজেই বলেছিলেন, ক্যারিয়ার নিয়ে কথা বলবেন বোর্ডের সঙ্গে। রোববার মনোনীত বোর্ড সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তার। জানা গেছে এই বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না বলে জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

ভারত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম। এরপর হঠাৎ করেই নানা কাণ্ড ঘটে তাকে নিয়ে। নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেন এই তারকা ক্রিকেটার। এরপর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি। এমনকি চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে তাকে আর জাতীয় দলের দেখার সম্ভাবনাও নেই।

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বর্তমানে টেস্ট ও ওয়ানডে খেলছেন তামিম। তবে তার শারীরিক অবস্থা এবং ফিটনেস সমস্যার কারণে তিনি আর টেস্ট খেলবেন না বলেও জানিয়েছেন বোর্ডের সঙ্গে আলোচনায়। আর ফিরলে আগামী বছর ওডিআই ফরম্যাটে ফিরবেন বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে ডেইলি স্টারকে।

গতকাল বিসিবির সঙ্গে বৈঠকে কিছু বিষয় নিয়ে নিজের আপত্তির কথাও জানিয়েছেন তামিম। বিপিএলের সময় এই ওপেনার নিজেই বলেছিলেন যে জাতীয় দলে ফিরতে তার জন্য অনেক কিছুই সঠিক হতে হবে। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'আমরা তার কাছ থেকে সবকিছু শুনেছি এবং তার সঙ্গেও কথা বলেছি। আমরা প্রেসিডেন্টের কাছে বার্তা পৌঁছে দেব এবং আমরা মনে করি যে এই সমস্যাটি খুব দ্রুত নিষ্পত্তি হবে।'

এদিকে তামিমের এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটে প্রভাব ফেলছে কিনা জানতে চাওয়া হয় বিসিবি পরিচালক ও আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে চান না তিনি। তবে বিষয়টির দ্রুত সমাধান করা দরকার বলে জানান, 'আমি মনে করি যত তাড়াতাড়ি বসে একটা সুরাহা করা যাবে…এটা এমন একটা ব্যাপার যে প্রতিদিন টক অব দ্য টাউন হয়ে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট এসব কিছুর ঊর্ধ্বে।'

তবে শর্ত দিয়ে তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি মানতে রাজী নন সুজন, 'আমরা সবাই চাই তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন দেখায়, একজন ক্রিকেটার হিসেবে। আমি জাতীয় দলের হয়ে খেলব, দেশ, জাতীয় দল – এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।'

'তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, সিলেক্টররা আছেন, তাঁরা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন… অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোন কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতোটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না,' যোগ করেন সুজন।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

13h ago