আমাদের যা আছে তাই নিয়েই খেলতে হবে: জালাল

Mohammed Jalal Yunus
জালাল ইউনুস। ফাইল ছবি: বিসিবি

প্রথম শ্রেণীর ক্রিকেট মান নিয়ে আক্ষেপ করে কদিন আগেই কথা বলেছিলেন মুমিমুল হক। তার সঙ্গে সূর মিলিয়ে একই কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্তও। এই আসরের মান বাড়ানোর তাগিদ দিয়েছিলেন তারা। তবে নিজেদের যে রিসোর্স রয়েছে তাই নিয়েই খেলতে বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বাংলাদেশ জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই সাদা ও লাল দুই বলেই খেলেন। ঠাঁসা সূচিতে তাই ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ কমই পান। যখনই পান, তখন কেবল সাদা বলে খেলতেই আগ্রহ দেখান তারা। লাল বলের খেলা এলে দুই-একজন খেললেও বিশ্রামে থাকেন শীর্ষ ক্রিকেটাররা। আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে বিস্তর পার্থক্য থাকায় আগ্রহ নেই তাদের।

পার্থক্য থাকলেও এর বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, 'আমাদের যে রিসোর্স আছে তাদের নিয়েই তো খেলতে হবে। আপনি এর বাইরে কীভাবে যাবেন। আমাদের প্লেয়ার তারাই খেলছে এখানে। হ্যাঁ জাতীয় দলের প্লেয়ারদের সাথে বাকিদের একটা তফাত থাকে। আমরা কিন্তু চেষ্টা করি মানসম্পন্ন প্লেয়ার খেলোয়াড়... আমরা নজর দিচ্ছি সেদিকে।'

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে বিধ্বস্ত হওয়ার পর আগের দিন চট্টগ্রাম টেস্টেও বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। যেখানে সম্পূর্ণ ব্যর্থ ছিলেন ব্যাটাররা। আত্মাহুতির মিছিলে যোগ দিয়েছিলেন তারা। মনোযোগের ঘাটতি ছিল স্পষ্ট। তাই এ নিয়ে খুব শীগগিরই আলোচনায় বসবেন বলে জানান জালাল, 'ঈদের পর নির্বাচক, কিছু প্লেয়ার, ক্রিকেট অপারেশন্স আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।'

তবে টেস্টে একেবারে লড়াই করতে না পারার আক্ষেপ ঝড়ে তার কণ্ঠে, 'আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ওরা ৫০০ রান করতে পারে তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? ৪০০+ করতে পারলাম না কেন? এখানে বড় একটা আক্ষেপ আছে।'

অথচ উইকেট ছিল ব্যাটারদের জন্য স্বর্গ। তাই আক্ষেপটা আরও বেশি জালালের, 'হোম গ্রাউন্ড। দুইটা ভালো উইকেটে খেলেছি। আমরা চট্টগ্রাম এবং সিলেট নিয়েছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য যাতে ব্যাটাররা রান করতে পারে।...২-৩ জন নতুন প্লেয়ার আছে নাম বলছি না, তাদের সময় লাগবে। অভিজ্ঞ যারা ছিল যারা রান করে নাই। কোনো অভিজ্ঞ প্লেয়ার থেকে দুইটা জুটি হলে কিন্তু আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই নাই এটা বড় একটা আক্ষেপ।'

Comments

The Daily Star  | English

Workers, parties oppose handover of Ctg container terminal to foreign operator

Constructed at a cost of Tk 2,000 crore, the terminal was completed by the Chittagong Port Authority in 2007

46m ago