আমিরকে আবার পাকিস্তান দলের বিবেচনায় আনায় ক্ষুব্ধ রমিজ

২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিং করার পর পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে ফিরেছিলেন পাকিস্তান দলে। সেবারও তাকে দলে আনায় হয়েছিলো সমালোচনা। লম্বা সময় পর বাঁহাতি এই পেসারকে আবার পাকিস্তান দলে ডাকায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও প্রাক্তন পিসিবি প্রধান রমিজ রাজা।
২০১৬ সালে ফিরে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রাখেন আমির। ফাইনালে ভারতের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট। তবে ২০২০ সালে টিম ম্যানেজমেন্টের উপর মানসিক নির্যাতনের অভিযোগ এনে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে আর ৫০ টি-টোয়েন্টি খেলা পেসার।
সম্প্রতি পিএসএলে ভালো খেলার পর নতুন ম্যানেজমেন্টের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্য জানান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ উপলক্ষে সামরিক প্রশিক্ষণের ক্যাম্পে ডাকা হয়েছে আমিরকে। মূল দলেও তার থাকার আভাস স্পষ্ট।
Former PCB chairman Ramiz Raja says Mohammad Amir should NEVER be allowed to play for Pakistan because he fixed match against England, and brought shame to Pakistan. He believes Amir should not be shown any kind of leniency once again @iamamirofficial pic.twitter.com/hmYs1glaYH
— Farid Khan (@_FaridKhan) April 5, 2024
এই অবস্থায় পাকিস্তানের একটি গণমাধ্যমে মুখ খুলেছেন রমিজ। জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া, 'এই ব্যাপারে আমার মতামত খুবই সোজসাপ্টা।দেখুন ক্রিকেট শোধরানোর শপথ আমি নেইনি। তবে সমাজ ও ভক্তদের জন্য এটা বোঝা জরুরি। লর্ডস টেস্টে আমি তখন ধারাভাষ্য দিচ্ছিলাম। মানুষ তখন আমাকেও ঘৃণা করা শুরু করে দিয়েছলো। তাদের মধ্যে ফিক্সারদের সঙ্গে আমাকেও দেখা গেছে। যে সমালোচনার মুখে আমরা পড়েছিলাম কখনই ভোলার নয়।'
' তার প্রতি সহানুভূতি থাকলেও কোন দয়া নেই। সৃষ্টিকর্তা এই পথে না নেক, তবে আমার ছেলেও যদি এই কাজ করে তাকে আমি ত্যাজ্য করে দেবো।'
আমির টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকেন কিনা তা দেখার বিষয়। আগামী ৯ জুন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Comments