সন্ধ্যায় ঢাকা ফিরছেন মোস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই মোস্তাফিজুর রহমান। কিন্তু তারপরও এই সিরিজের জন্য দেশে ফিরতে হচ্ছে তাকে। অনাপত্তিপত্রের মেয়াদ শেষে আজ সন্ধ্যা সারে ৬টায় ঢাকায় পা রাখছেন কাটার মাস্টার। এমনটাই জানিয়েছেন বিসিবির লজিস্টিক বিভাগের সজিব আহমেদ।

মূলত টানা খেলার ধকল কাটিয়ে উঠতে মোস্তাফিজকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত তাকে অনাপত্তি দিয়েছিল বিসিবি। কিন্তু ঠিক তার পরদিন অর্থাৎ ১ মে ম্যাচ থাকায় এক দিনের ছুটি বাড়ানোর অনুরোধ করা হয় চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে। ক্রিকেট বোর্ড সাড়া দিলে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সুযোগ পান তিনি।

তবে নিজের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগের দিন প্রথমবারের মতো এবারের আইপিএলে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন তিনি। ৪ ওভারে একটি মেইডেন সহ দিয়েছেন ২২ রান। এরমধ্যে ডট বল ছিল ১৪টি। তবে ৫টি ওয়াইড বল দেওয়ায় খরচটা বেড়ে যায় তার।

সবমিলিয়ে ৯ ম্যাচে ওভারপ্রতি ৯.২৬ করে রান দিয়ে ১৪ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে এখনও আসরের সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ। শেষ ম্যাচে একটি উইকেট পেলেও 'পার্পল ক্যাপ' মাথায় নিয়ে দেশে ফিরতে পারতেন এই বাংলাদেশি পেসার।

নিজের সাত আসরে এর আগে একবারই এরচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন তিনি। ২০১৬ সালে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭টি উইকেট। সেবার শিরোপা স্বাদও পেয়েছিলেন তিনি। এরপর ২০২১ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে পান ১৪ উইকেট।

এবারের আসরের শুরুটা দুর্দান্ত দক্ষতায় শুরু করেছিলেন মোস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাটার মাস্টার। শেষ ম্যাচের আগ পর্যন্ত প্রতি ম্যাচেই অন্তত একটি উইকেট পেয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

2h ago