তানজিদ-সৌম্যর ব্যাটে ভালো সূচনা বাংলাদেশের

লংঅফে ক্যাচ তুলে সাজঘরের দিকে হাঁটা দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু ফিল্ডার ক্যাচ ফেলতেই আবার ফিরে আসেন তিনি। ফলে এখনও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ওপেনিং জুটি। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান। তানজিদ হাসান তামিম ৫২ ও সৌম্য সরকার ৩৪ রানে ব্যাটিং করছেন।
টানা ব্যর্থতায় চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে এসে বাদ পড়েছেন লিটন কুমার দাস। তার জায়গায় ফিরেছেন চোট কাটিয়ে দলে ঢোকা সৌম্য সরকার। আর ফিরেই আস্থার সঙ্গে ব্যাটিং করছেন তিনি। কিছুটা ধীর গতিতে ব্যাটিং করলেও উইকেটে সেট হয়ে গেছেন এই ড্যাশিং ওপেনার।
অন্যদিকে শুরুতে কিছুটা দেখে খেললেও ধীরে ধীরে আগ্রাসী হতে শুরু করেন তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লের ৩৬ বলের মধ্যে ২৭ বলই খেলেন তিনি। এ সময়ে ৭টি চারের সাহায্যে ৪০ রান করেন তিনি। অন্যদিকে সৌম্য সরকারের সংগ্রহ তখন ৯ বলে ৫ রান। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৭ রান তোলে বাংলাদেশ। চলতি সিরিজে প্রথম ছয় ওভারে এটাই সর্বোচ্চ রান।
পাওয়ার প্লে শেষে প্রথম বাউন্ডারি পান সৌম্য। ব্রায়ান বেনেটকে রিভার্স সুইপ করে ছক্কা মারেন তিনি। মেজাজ ধরে রাখেন তানজিদও। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ৩৪ বলে ফিফটি স্পর্শ করেছেন। এই পথে ৭টি চারের সঙ্গে ১টি ছক্কা মারেন এই তরুণ।
Comments