যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত অনুশীলন সুবিধা না পাওয়ার হতাশা সাকিবের

আইসিসি সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি হারকে স্রেফ দুর্ঘটনা মনে করা হচ্ছিলো। কিন্তু দ্বিতীয় ম্যাচেও হেরে সিরিজ খুইয়ে ফেলায় কড়া সমালোচনায় পড়েছে বাংলাদেশ দল।
Shakib Al Hasan

যুক্তরাষ্ট্রর কাছে সিরিজ হেরে আসার পর সাকিব আল হাসান বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে চাইলেন না সেভাবে। কিছু প্রশ্নে দু'একটা শব্দে সারলেন উত্তর, কিছু এড়িয়েও যেতে চাইলেন। তবে অনুশীলনের প্রসঙ্গ আসতেই লুকিয়ে রাখলেন না হতাশা। জানালেন পর্যাপ্ত সুবিধার ঘাটতি ছিল হিউস্টনে।

আইসিসি সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি হারকে স্রেফ দুর্ঘটনা মনে করা হচ্ছিলো। কিন্তু দ্বিতীয় ম্যাচেও হেরে সিরিজ খুইয়ে ফেলায় কড়া সমালোচনায় পড়েছে বাংলাদেশ দল। হিউস্টনে পৌঁছে সিরিজের আগে একটা অনুশীলন পায় নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচ হারের পরদিন পুরো দলকে রাখা হয় বিশ্রামে। দ্বিতীয় ম্যাচে হারের পর প্রশ্ন উঠছে বিশ্রাম কি একটু বেশিই নিয়ে ফেলেছে কিনা বাংলাদেশ দল?

বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে সাকিব এই প্রশ্নের জবাবে বলেন, 'আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। এক দিনই প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে।'

'বলতে পারেন ব্যাটাররা ঐচ্ছিক দিন করল না কেন। এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও ভালো হতে পারত।'

দলের এমন হারের পেছনে নির্দিষ্ট কারো দায় দেখেন না সাকিব। তার মতে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দলগুলোর তফাৎ খুব বেশি নয়, 'দলগত খেলা এটি। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে সব দলের সঙ্গে। এখানে ছোট দল বড় দল নেই। গত ২ ম্যাচ এটাই প্রমাণ করছে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে।'

'টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ 'এ' ও নেপালের খেলা দেখেছি। তারা (নেপাল) ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

57m ago