হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হেরে গিয়েছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ না জিততে পারলে হোয়াইটওয়াশের কটু স্বাদ পাবে বাংলাদেশ। বিব্রতকর এই হার এড়াতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ আগে ব্যাটিং করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
অপেক্ষাকৃত দুর্বল মার্কিনিদের সঙ্গে সিরিজ হারের পর এদিন দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। স্কোয়াডে ফিরেছেন অফফর্মে থাকা লিটন দাস। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন তরুণ জাকের আলী। এছাড়া পেসার শরিফুল ইসলামকে বাদ দিয়ে হাসান মাহমুদকে অন্তর্ভুক্ত করেছে টাইগাররা।
সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে বেশ পরিবর্তন এনেছে মার্কিন শিবির। চার খেলোয়াড় বদল করেছে তারা। একাদশে ঢুকেছেন শায়ান জাহাঙ্গীর, নস্টুশ কেনজিগে, মিলিন্দ কুমার এবং নিসর্গ প্যাটেল। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মনঙ্ক প্যাটেল, স্টিভেন টেইলর, হরমিত সিং এবং আলি খান।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
মার্কিন যুক্তরাষ্ট্র একাদশ:
অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নস্টুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, জসদীপ সিং, শ্যাডলি ভ্যান শাল্কউইক ও সৌরভ নেত্রাভ।
Comments