পুরো দলকে চাঙ্গা করে দেন স্টার্ক

mitchell starc

একটি ডেলিভারিই গড়ে দেয় ফাইনালের গতিপথ। সেই পথ ধরে পরে কেবল ছুটে যেতে হতো। সেটাই করে কাপ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। বলা হচ্ছে মিচেল স্টার্কের কথা। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে যে অবিশ্বাস্য এক বলে বোল্ড করেন তাতেই কাপ জেতার বারুদ পেয়ে যায় কলকাতা। দলের বোলিং কোচ ভারত অরুন বলছেন অজি পেসারই চাঙ্গা করে দেন সবাইকে।

চেন্নাইতে রোববার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। প্রথম কোয়ালিফায়ারের মতন ফাইনাল মঞ্চেও ম্যাচ সেরা স্টার্ক। ৩ ওভার বল করে ১৪ রানে তিনি আউট করেন দুই ব্যাটারকে। তবে উইকেট সংখ্যা থেকেও ম্যাচে তার প্রভাব অনেক বেশি।

ইনিংসের পঞ্চম বলে মিডল স্টাম্প বরাবর পড়ে তীব্র গতিতে স্যুয়িং করে আঘাত হানে অফ স্টাম্পের মাথায়। ব্যাটার অভিষেক শর্মার করার ছিলো না কিছুই। এতেই পুরো দলের মনোবল দ্বিগুণ করে দেন তিনি, ভিত নাড়িয়ে দেন হায়দরবাদের।

মিনি নিলামে স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। তবে এত বিপুল মূল্যের পেসার পারফর্ম করতে পারছিলেন না। ওভারপ্রতি নিয়মিত ১০/১২ করে রান দিচ্ছিলেন। ১২ ম্যাচে নেন ১১ উইকেট। প্লে অফে উঠেই বদলে যান স্টার্ক। প্রথম কোয়ালিফায়ারে ৩৪ রানে ৩ উইকেটের পর ফাইনালে ১৪ রানে ২ শিকার। দুই ম্যাচেই তিনি মোড় ঘুরিয়ে দিয়ে ম্যাচ সেরা।

কলকাতার বোলিং কোচ অরুনের মতে স্টার্ক কন্ডিশন বুঝতে কিছুটা সময় নেন, বুঝে নেওয়ার পর তার পারফরম্যান্স হয়ে উঠে জাদুকরি,  'মিচ (মিচেল স্টার্ক) দলে এসে অন্য তরুণদের চাঙ্গা করে দেয়। সে বিশ্বের অন্যতম সেরা বোলার এবং এই ধরণের পরিস্থিতিতে আগেও ছিলো। স্রেফ ভারতীয় কন্ডিশন বোঝার ব্যাপার ছিলো, একবার বুঝে যাওয়ার পর জাদুকরী ব্যাপার হয় সব মিলিয়ে।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago