কে এই অভিষেক নায়ার, যাকে কৃতিত্ব দিলেন বরুণ-ভেঙ্কটেশরা

শিরোপা জয়ের অনুভূতি জানাচ্ছিলেন কলকাতার খেলোয়াড়েরা। আন্দ্রে রাসেল যখন কথা বলছিলেন, পাশে দাঁড়ানো বরুণ চক্রবর্তী পেছন দিকে আরেকজনকে ডাকছিলেন। তিনি আসতে সঙ্কোচ বোধ করে উৎসবের জটলায় মনোযোগী হয়ে পড়েন। বরুণ তার কথা শুরুই করেন এরপর সেই ব্যক্তিকে কৃতিত্ব দিয়ে। তিনি হচ্ছেন অভিষেক নায়ার। কলকাতার এই সহকারী কোচের জন্য পরে প্রশংসা ঝরে পড়ে ভেঙ্কটেশ আইয়ারের মুখ থেকেও।
চ্যাম্পিয়ন হওয়ার পর ব্রডকাস্টিং চ্যানেলে কলকাতার রহস্য স্পিনার বরুণ বলেন, 'আমি এখন শুধু যা চিন্তা করতে পারি তা হচ্ছে যে মানুষটা এই ভারতীয় ভিত্তি তৈরি করেছে। অবশ্যই আন্তর্জাতিক খেলোয়াড়েরা সবসময়ই ভালো করে আসছে। কিন্তু এর পেছনে মূল যে মানুষ তিনি হচ্ছেন অভিষেক নায়ার।'
রাসেল যেমন গৌতম গম্ভীরকে কৃতিত্বের অনেকটুকু দিয়েছেন। নিতিশ রানাও তাই। কিন্তু শিরোপা জয়ের পেছনে অন্য দুজনের অবদানের কথাই বেশি করে বলেছেন বরুণ, 'এটা (শিরোপা জয়) কঠোর পরিশ্রমের ফসল। দুজন মূল মানুষের কাছে কৃতিত্ব যায়, দীনেশ কার্তিক ও অভিষেক নায়ার। তারা দুজনে ভারতীয় কোর প্রায় পাঁচ বছর আগে ঠিক করে রেখেছে এবং এটা এখন ফল বয়ে আনছে।'
কলকাতার ভারতীয় ব্যাটিংয়ে বড় কোন নাম ছিলেন না। কিন্তু তারা প্রত্যেকেই কার্যকর পারফরম্যান্স দিয়েছেন। নিতিশ, ভেঙ্কটেশ, রিঙ্কু সিং, আংক্রিশ রঘুবংশি, রামানদিপ সিংদের পেছনে কলকাতা বিনিয়োগ করেছে যথেষ্ট। কেকেআর একাডেমি তাদের ক্রিকেটারদের দেখভাল করে আইপিএলের বাদবাকি সময়েও। যেখানে নায়ারের অধীনে আজকের রিঙ্কুর তৈরি হওয়া। কলকাতার সহকারী এই কোচের মূল দায়িত্বের একটি আদতে ভারতীয় ব্যাটারদের নিয়ে মৌসুমের বাইরের সময়ে কাজ করা।
নিতিশ রানাকে এবার টুর্নামেন্টের শুরু থেকে অর্ধেকের বেশি সময় পায়নি কলকাতা। কিন্তু তার জায়গায় নামা রঘুবংশি ভালোই ক্ষতি পুষিয়ে দিয়েছেন। এই তরুণও ছোটবেলা থেকেই নায়ারের কোচিংয়ে বেড়ে উঠেছেন। তরুণ যেসব খেলোয়াড়দের উপর বিনিয়োগ করেছে কলকাতা, তারা ধীরে ধীরে ফল বয়ে আনছেন। কোন ভারতীয় তরুণে বিশ্বাস রাখবে কলকাতা, সেটা নির্ধারণেও নায়ারের ইনপুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল জেতার পর তাকে নিয়ে ভেঙ্কটেশ বলেন, 'যেমনটা বরুণ বললো, কৃতিত্ব অভিষেক নায়ারকে দিতেই হয়। আপনি জানেন কিছু জিনিষ আড়ালেই থেকে যায়। আমি নিশ্চিত করবো যাতে এটা না যায় কারণ এই মানুষটা বিশ্বের সব কৃতিত্বের দাবিদার, যেভাবে সেই এই ফ্র্যাঞ্চাইজির জন্য কাজ করে এসেছে সেটির জন্য।'
দলের একজন সহকারী কোচ হয়েও এত কৃতিত্বের ভাগীদার হওয়াটাই বলে দেয় নায়ারের অবদান সম্পর্কে। ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলা এই ক্রিকেটার দীনেশ কার্তিকের ব্যক্তিগত কোচও ছিলেন। ফিনিশারের ভূমিকায় সফলতার জন্য যে কোচকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কার্তিক, তিনি এই নায়ারই।
প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়ে নায়ার বলেন, 'এটা আমার কাছে সবকিছু। এটা আসতে অনেক সময় লেগেছে। ছেলেদের জন্য খুব খুশি। আর বলে বোঝাতে পারবো না কত খুশি আমি।'
Comments