কার্তিকের ধারাভাষ্য নিয়ে ধোনির প্রশংসা, হার্দিকের স্লেজিং

ক্রিকেটার পেশায় থাকতেই ধারাভাষ্যে চলে এসেছিলেন দীনেশ কার্তিক। মাইক্রোফোন হাতে এখন নিয়মিত বনে যাওয়া কার্তিক নতুন পরিচয়ে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন ক্রিকেটাঙ্গনে। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকেও প্রশংসা পাওয়ার কথা এবার জানালেন আইপিএল থেকে এবছর অবসরে যাওয়া কার্তিক। সদ্য শেষ হওয়া আইপিএলে স্লেজিংয়ের কয়েকটি ঘটনাতেও এসেছে এই উইকেটরক্ষকের ধারাভাষ্যের প্রসঙ্গ।

সাধারণত উইকেটকিপারদের সবসময়ই কথা বলতে শোনা যায়। স্লেজিংয়েও তারা পটু হয়ে থাকেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে মজাদার স্লেজিংয়ের গল্প শোনালেন কার্তিক, 'যখনই আমি বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছি এবং বিরাট কোহলি আমার ক্যাচ নিয়েছে, "বেন স্টোকস" তার মুখ থেকে বের হয়েছে নিশ্চিতভাবেই। কিন্তু সেটা সেন্ড-অফ ছিল।'

'হার্দিক পান্ডিয়া আমাকে স্লেজ করেছে এটা বলে, "এখন লেগ স্পিনার আসছে এবং এটা বিদায়ের সময়।" তারপর আমাকে দুয়েকটা শট খেলতে হয়েছিল এবং এরপর সে বলে, "ঠিক আছে, কিছু উন্নতি হয়েছে দেখে মনে হচ্ছে।" সেটা ভালো ছিল। সে আমার ভালো বন্ধু আসলে। সে এটাও বলেছিল, "ধারাভাষ্যকার বনেও খেলায় কিছু কাজ করা হচ্ছে।" ওটা মজাদার ছিল।'

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের এক ম্যাচে রোহিত শর্মাকে স্লিপ থেকে স্টাম্প মাইকের মাধ্যমে বলতে শোনা গিয়েছিল, বিশ্বকাপ মাথায় ঘুরছে কার্তিকের। এই ঘটনা নিয়ে কার্তিক বললেন, 'রোহিত শর্মা আমার সঙ্গে ঠাট্টা করছিলো, খামোখা আমাকে আশা দেখাচ্ছিল।'

নিজেই স্লেজিংয়ের শিকার হয়েছেন শুধু, তা হতে পারে না। উইকেটের পেছন থেকে তিনিও স্লেজ করেছেন অনেককেই। সেরকমই একটা ঘটনার কথা বললেন এবার, 'আমি বেশিরভাগ সময়েই মুখরোচক কথোপকথন করেছি। আমার মনে হয় আমি একবার ম্যাক্সওয়েলকে বলেছিলাম, "তারা তাকে বিগ শো বলে কিন্তু আমার মনে হয় একটি শর্ট শো হতে চলেছে ছেলেরা।"'

২০২৪ আইপিএলেই ক্যারিয়ারের ইতি টেনেছেন কার্তিক। কোন প্রশংসাটি তার সঙ্গে থেকে যাবে আজীবন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'অনেক ভালোবাসা পেয়েছি…একটা আমার ক্রিকেটের জন্য- বিরাট কোহলি বলেছে যে বেঙ্গালুরু দলে আমি থাকলে ভালো লাগবে তার, যা দারুণ প্রশংসার ব্যাপার ছিল। ধোনি বলেছে, "আমি তোমার ধারাভাষ্য সত্যিই উপভোগ করেছি ডিকে (কার্তিকের ডাকনাম ডিকে)। বেশ, বেশ ভালো।" ধোনির কাছ থেকে আপনার এর চেয়ে বড় প্রশংসা পাওয়া সম্ভব বলে মনে হয় না।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago