ব্যাটিংয়ের পরিকল্পনা জানাতে চান না শান্ত

ছবি: এএফপি

সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। বিশেষ করে ব্যাটারদের। ব্যাটারদের ব্যর্থতার কারণে পিছিয়ে পড়ছে টাইগাররা। পাকিস্তান সফরের আগে তাই ঘুরেফিরে আসছে এই প্রসঙ্গ। কীভাবে পাক বোলারদের সামলাবে টাইগাররা। তবে এই পরিকল্পনা নিজেদের মধ্যেই রাখতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজে ভালো করতে হলে ব্যাটারদের ঘুরে দাঁড়ানো ছাড়া ভিন্ন কোনো বিকল্প নেই। পাকিস্তানের গতি তারকাদের বিপক্ষে তাই কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছেন শান্ত-লিটনরা।

তবে ব্যাটাররা কঠিন এই পরীক্ষায় উৎরাতে পারবেন বলেই মনে করেন শান্ত, 'ব্যাটিং পরিকল্পনাটা না বলি। ব্যাটিং পরিকল্পনা আমাদের মধ্যেই থাক। আমার মনে হয় এটা (পাকিস্তানের বোলারদের মোকাবেলা) অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল। এই ফরম্যাটে আমাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। মুশফিক ভাই, মুমিনুল ভাই, আরও কিছু খেলোয়াড় আছে। আমরা যদি সেই অভিজ্ঞতা প্রদর্শন করতে পারি এবং আমাদের ওই স্ট্রেন্থ অনুযায়ী খেলতে পারি তাহলে এই সিরিজটা ভালো হবে।' 

তবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের আশা জাগানিয়া নয়। ২০২০ সালে সবশেষ সফরে রাওয়ালাপিন্ডি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য প্রস্তুতিটা ভালোভাবেই নিচ্ছে টাইগাররা। এইচপির হয়ে বেশ কয়েকজন ক্রিকেটারকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। যেখানে দুটি চারদিনের ম্যাচও খেলবে তারা।

আর এই অভিজ্ঞতা তাদের কাজে আসবে বলে মনে করেন শান্ত, 'পাকিস্তানের সঙ্গে আমাদের খুব গুরুত্বপূর্ণ সিরিজ। বেশ কিছু খেলোয়াড় অস্ট্রেলিয়াতে গিয়েছেন, যারা মূল স্কোয়াডে থাকতেও পারেন। তাদের জন্য একটা ভালো সুযোগ ভালোমতো প্রস্তুতি নেওয়ার। চট্টগ্রামে আমাদের দুইটি প্র্যাকটিস ম্যাচ আছে সামনে। যারা এই ম্যাচগুলোতে জড়িত থাকবে তারা প্রস্তুতিটা নিতে পারবে ঠিক মতো।'

চলতি বছর এখন পর্যন্ত কেবল দুটি টেস্টই খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সেই দুটি টেস্টেই হেরেছে তারা। তবে পাকিস্তানে ভালো করতে মুখিয়ে আছেন শান্ত, 'এটা শুধুমাত্র কোনও সিরিজ বা টুর্নামেন্টের ভালো কিংবা খারাপের ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে। ভালো হলেও খুব বেশি চিন্তা করে যাওয়ার দরকার আছে সেটাও না। বর্তমানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ।'

'এটা ভিন্ন ফরম্যাট। এ ফরম্যাটে বেশ কিছু খেলোয়াড় আসবেন যারা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিলেন না। যারা আসবেন তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য। অবশ্যই সামনের সিরিজটা আমাদের সুন্দরভাবে শুরু করা উচিত। আমরা অনেক আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেছি। এই সিরিজের আগে সবাই বেশ ভালো প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছে। আশা করছি ভালোই হবে,' যোগ করেন অধিনায়ক। 

Comments

The Daily Star  | English

Israel says Iran violates ceasefire, orders new strikes

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago