একাদশে স্পিনার না রাখার কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

রাওয়ালপিন্ডিতে চার পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে পাকিস্তান

প্রথম টেস্টের জন্য আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করে নিয়েছে পাকিস্তান। যেখানে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। নিজেদের টেস্ট ইতিহাসের এমনটা এর আগে মাত্র পাঁচবার করেছিল দলটি। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। যেখানে পাকিস্তান দলে চারজন বিশেষজ্ঞ পেসার থাকলেও নেই কোনো স্পিনার। পার্ট টাইম স্পিনার আগা সালমানকেই হয়তো দেখা যেতে পারে স্পিন আক্রমণে। তবে পেসারদের দিয়েই যে ছড়ি ঘোরাতে চান তা স্পষ্ট।

মূলত রাওয়ালপিন্ডির উইকেটের চরিত্র জানার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাসুদ, 'যখনই ঘরোয়া ক্রিকেট খেলেছি, রাওয়ালপিন্ডির কন্ডিশন পেসার ও ব্যাটসম্যানদের সহায়তা করেছে। স্পিন বোলিং ওই অর্থে কোনো হুমকি নয়। ঘরোয়া ক্রিকেটে যেমন চলেছে, তা মাথায় রেখেই এগোতে চেয়েছি। নতুন কিছু করতে চাই না, রাওয়ালপিন্ডিতে সাধারণত যে সুবিধা পাওয়া যায় না।'

আর পরিসংখ্যানও কথা বলছে মাসুদের পক্ষেই। সবশেষ ৫ টেস্টে পেসাররাই পেয়েছেন ৭৭টি উইকেট। আর স্পিনাররা উইকেট নিয়েছেন ৪৬টি। তাই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বোলিং আক্রমণ সামলাবেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ এবং মোহাম্মদ আলী।

এদিকে মির হামজাকে না নিয়ে মোহাম্মদ আলী কেন একাদশে নেওয়া হয়েছে এমন প্রশ্নে মাসুদ বলেন, 'আপনি যদি বিচ্ছিন্নভাবে দলের দিকে তাকান, তাহলে আপনি যুক্তি দিতে পারেন যে কেন এই বিশেষ বোলারকে অন্যের চেয়ে বেশি পছন্দ করা হয়েছে।'

'কে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বেশি সহায়তা করতে পারবে, সেই বিষয়টা আমরা বিবেচনা করেছি, আশা করছি সে আগামীকাল নতুন বলেও বোলিং করবে। আমরা বিশ্বাস করি মোহাম্মদ আলী এই ভূমিকার জন্য ভালো হবে। সে উইকেটের ওপর জোরে বল করে, সিমের সঙ্গে দুই দিকেই বাতাসে সুইং করাতে পারে। অতিরিক্ত গতিও আছে। কেউ আরেকজনের চেয়ে ভালো বিষয়টা আসলে এমন নয়, বরং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কন্ডিশনের সঙ্গে বেশি মানানসই,' যোগ করেন মাসুদ।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান এবং শাহিন শাহ আফ্রিদি।

Comments

The Daily Star  | English

S Alam sons: They used fake pay orders even to legalise black money

Ashraful Alam and Asadul Alam Mahir, two sons of controversial businessman Mohammed Saiful Alam, deprived the state of Tk 75 crore in taxes by legalising Tk 500 crore in undisclosed income, documents obtained by The Daily Star have revealed.

5h ago