পূর্বাচল স্টেডিয়ামের দরপত্র বাতিল
ইঙ্গিতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ার পরই দিয়েছিলেন ফারুক আহমেদ। শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে পূর্বাচল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 'দ্য বোট' এর দরপত্র।
বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের ১৩তম সভায় শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি।
একই সঙ্গে বাদ হচ্ছে নকশা থেকে নৌকার প্রতিকৃতিও। বদলে যাচ্ছে নামও। ২০৩১ সালের আইসিসি বিশ্বকাপের সহ আয়োজক বাংলাদেশ। সেই বিশ্বকাপকে সামনে রেখে শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির পদক্ষেপ নেয় সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ড। তবে আওয়ামী লিগ সরকারের পতনের পর স্টেডিয়ামের অনেক কিছুই বদলে যাওয়াটা অনুমিতই ছিল।
এ প্রসঙ্গে ফারুক বলেন, 'শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল। এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না বলে স্থগিত করতে হয়েছে। আমরা দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখবো যে সেখানে মাঠ ব্যবহার করা যায় কিনা।'
স্টেডিয়ামের নকশায় নৌকা থাকছে কি-না জানতে চাইলে বলেন, 'কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে জানি না। সব মিলিয়ে আগামী শনিবার আমরা এই মাঠ দেখতে যাচ্ছি, চেষ্টা করছি টাকাটা... যতটুকু টাকা খরচ হয়েছে, আমরা চেষ্টা করছি (ক্ষতি কমিয়ে আনতে)। পুরোটা তো পরিপূর্ণ হবে না। তারপরও ওখান থেকে যদি কিছুটা রিকভারি করতে পারি। চেষ্টা করবো খেলা চালানোর মতো দুটি মাঠ বানানো যায় কিনা।'
তৎকালীন সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পেয়েছিল সাবেক সভাপতি পাপনের বোর্ড। সেখানে প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করা হয়েছিল। স্টেডিয়ামের পাশাপাশি দুটি মাঠও নির্মাণের কথা ছিল সেখানে।
Comments