বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজ জিতল ভারত  

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজ জিতল ভারত  

বোলিং বেছে পাওয়ার প্লের ভেতর ভারতের তিন উইকেট ফেলে ভালো শুরুর আভাস দিয়েছিলো বাংলাদেশ। তবে এরপর নিতিশ কুমার রেড্ডি আর রিঙ্কু সিংয়ের বিস্ফোরক ইনিংসের কোন জবাব আসেনি। ভারত ২২১ রানের বিশাল পুঁজি গড়ার পর ব্যাটিংয়েও বিন্দুমাত্র অভিপ্রায় দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ২০ ওভারে করতে পেরেছে কেবল ১৩৫ রান।  কোন রকম লড়াই না করে হেরেছে ৮৬ রানের বিশাল ব্যবধানে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হারও নিশ্চিত হয়ে গেছে তাদের। 

মাহমুদউল্লাহর হারের ব্যবধান কমানো ইনিংস 

মাহমুদউল্লাহ যখন ব্যাট করতে নামেন ততক্ষণে ৪৬ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের। ওই পরিস্থিতিতে জেতার অবস্থা তৈরি করতে বিস্ফোরক ইনিংস খেলতে হতো তাকে। অভিজ্ঞ ব্যাটার নিজের বিদায়ী সিরিজে তেমন কিছু করতে পারেননি। হারের ব্যবধান কমিয়ে ৩৯ বলে করেন ৪১ রান। শেষ ওভারে আউট হন নিতিশ রেড্ডির বলে। 

তানজিমকে ছাঁটলেন নিতিশ

ব্যাট হাতে ৩৪ বলে ৭৪ রান করা নিতিশ কুমার রেড্ডি বোলিংয়ে পেলেন সাফল্য। ১০ বলে ৮ রান করে তানজিম হাসান সাকিব লং অফে ধরা দিলেন তার বলে। ১২০ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ। 

হার্দিকের অবিশ্বাস্য ক্যাচে রিশাদের বিদায়

ম্যাচ থেকে তখন ছিটকে গেছে বাংলাদেশ। হারের ব্যবধান কমাতে খেলতে থাকা রিশাদ হোসেন বরুণ চক্রবর্তীকে তুলে মারতে গেলেন স্লগ সুইপে। মিড উইকেটে বাউন্ডারি লাইন থেকে ছুটে অবিশ্বাস্য দক্ষতায় ক্যাচ নিলেন হার্দিক পান্ডিয়া। ৯৩ রানে ৭ উইকেট হারালো বাংলাদেশ। 

এলেন ও গেলেন জাকের

জাকের আলি অনিক আবারও ব্যর্থ। ডানহাতি এই ব্যাটার ক্রিজে এসেই মায়াঙ্ক যাদবের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন ২ বলে ১ রান করে। ৮৩ রানে পড়ল বাংলাদেশের ৬ উইকেট। 

মন্থর ইনিংস খেলে মিরাজের বিদায়

পাঁচে নামানো হয়েছিলো মেহেদী হাসান মিরাজকে। তবে বোলিংয়ের মতোন ব্যাট হাতেও ব্যর্থ তিনি। ১৬ বলে ১৬ রান করে রিয়ান পরাগের বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন এই ব্যাটার। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে খাদে পড়ে গেছে বাংলাদেশ। 

ব্যর্থ হৃদয়ও, মহাবিপদে বাংলাদেশ 

দলের বিপদে ত্রাতা হতে পারলেন না তাওহিদ হৃদয়। অভিষেক শর্মার বলে বোল্ড হয়ে বরং বিপদ বাড়িয়ে গেলেন তিনি। অভিষেকের নিচু বলে ভেতরে টেনে বোল্ড হওয়া হৃদয় করেন ৬ বলে ২ রান। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে গেল ২২২ রান তাড়া করতে নামা বাংলাদেশ। 

লিটনের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
আগের ওভারেই নাজমুল হোসেন শান্তকে হারিয়েছিলো বাংলাদেশ। দায়িত্ব ছিল লিটন দাসের উপর। তিনিও হতাশ করলেন। বরুন চক্রবর্তীর ভেতরে ঢোকা নিচু বলে সুইপ করতে গিয়ে ব্যাটে পেলেন না। ১১ বলে ১৪ করে ফিরে গেলেন তিনি। ২২২ রান তাড়ায় ৪০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেল বাংলাদেশ।  

উইকেট ছুঁড়ে দিলেন শান্ত 

প্রথম তিন বলের মধ্যে ২ চার মেরে শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাংলাদেশ অধিনায়ক টিকতে পারলেন না। ওয়াশিংটন সুন্দরের বলে তুলে মারতে গিয়ে লং অনের ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিলেন তিনি। ৪০ রানে ২ উইকেট হারালো বাংলাদেশ। শান্ত ফিরে গেলেন ৭ বলে ১১ রান করে। 

ভালো শুরুর আভাস দিয়ে ফিরলেন ইমন

প্রথম ওভারে আর্শ্বদীপ সিংকে তিন চার মেরে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি এই ব্যাটার ইনিংস বড় করতে পারলেন না। আর্শ্বদীপের পরের ওভারেই কাটা পড়লেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে স্টাম্পে টেনে বোল্ড হন তিনি। ১২ বলে করেন ১৬ রান। ২০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।  

নিতিশ-রিঙ্কুর ফিফটিতে ভারতের দুইশো ছাড়ানো পুঁজি 

পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর নিতিশ কুমার রেড্ডি আর রিঙ্কু সিংয়ের ৫১ বলে ১০৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। এরপর হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগরা নেমে রাখেন অবদান। তাতে ২২১ রানের বড় পুঁজি গড়েছে ভারত।নিতিশ ৩৪ বলে সর্বোচ্চ ৭৪, রিঙ্কু ২৯ বলে ৫৩, হার্দিক ১৯ বলে করেন ৩২ রান। ভারতীয় ব্যাটাররা পুরো ইনিংসে মারেন ১৫ ছক্কা।

ঝড়ো ফিফটি করা রিঙ্কুকে ফেরালেন তাসকিন

শুরু থেকে ভালো বল করার পুরস্কার পেলেন তাসকিন আহমেদ। ২৯ বলে ৫৩ করা রিঙ্কু সিংকে আউট করে দ্বিতীয় উইকেট পেলেন তিনি। তাসকিনের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ধরা দেন বাঁহাতি ব্যাটার। রিঙ্কুর আউটে ১৮৫ রানে ৫ উইকেট হারিয়েছে ভারত। 

বিস্ফোরক ইনিংস খেলা নিতিশকে থামালেন মোস্তাফিজ
প্রথম ১৩ বলে ১৩ রান করেছিলেন মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা নিতিশি কুমার রেড্ডি। পরের ২১ বলে তিনি তুলে নিলেন ৬১ রান। ডানহাতি ব্যাটার ৪ বাউন্ডারির সঙ্গে মারলেন ৭ ছক্কা। তার ৩৪ বলে ৭৪ রানের ইনিংস থামে মোস্তাফিজুর রহমানের বলে। ১৪তম ওভারে মোস্তাফিজের স্লোয়ারে উড়াতে গিয়ে কাটা পড়েন তিনি। ১৪৯ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। রিঙ্কু সিংয়ের সঙ্গে ভাঙে নিতিশের ৫১ বলে ১০৮ রানের জুটি। 

নিতিশ-রিঙ্কুর জুটিতে এগুচ্ছে ভারত

৬ষ্ঠ ওভারে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে এরপরই দারুণ এক জুটি পেয়ে গেছেন নিতিশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিং। ১০ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ১০১। ২৮ বলে ৬০ রান যোগ করেছেন এই দুজন। সূর্যকুমারকে আউট করলেন মোস্তাফিজ। 

পাওয়ার প্লের ভেতর ভারতের ৩ উইকেট ফেলল বাংলাদেশ

দুই ওপেনারের পর ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। মোস্তাফিজুর রহমানের স্লোয়ারে ক্যাচ দিয়ে ১০ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন তিনি। পাওয়ার প্লের মধ্যে ৪১ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। 

নিতিশকে জীবন দিলেন লিটন

নিতিশ কুমার রেড্ডিকে ফেরাতে পারতেন তানজিম সাকিব। তার বলে এক চারের পর বাউন্সারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। লাফিয়ে হাতে লাগালেও সেই ক্যাচ রাখতে পারেননি লিটন দাস। ৫ রানে জীবন পান নিতিশ। 

অভিষেককে আউট করলেন তানজিম 

তৃতীয় ওভারে অভিষেক শর্মার হাতে দুই চার হজম করে পরে ঘুরে দাঁড়ালেন তানজিম হাসান সাকিব। তার গতিময় এক ডেলিভারিতে পুল করতে গিয়ে ব্যাটে বলে পেলেন না ভারতীয় ওপেনার। ১১ বলে ১৫ রান করে বোল্ড হয়ে ফিরলেন অভিষেক। ২৫ রানে ২ উইকেট হারালো ভারত।  

স্যামসনকে ফেরালেন তাসকিন 

মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভার থেকে ১৫ রান তুলে ভালো শুরু পেয়েছিল ভারত। তাসকিন আহমেদ দ্বিতীয় ওভারে রানের গতি আটকে তুলে নিলেন উইকেটও। দুই চারে ১০ করা স্যামসন তাসকিনের বল তুলে মারতে গিয়ে মিড অফে দেন সহজ ক্যাচ। ১৭ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। 

একাদশে এক বদল নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে কোন লড়াই করতে পারেনি বাংলাদেশ। সিরিজে পিছিয়ে বাঁচা মরার লড়াইয়ে দিল্লিতে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে একাদশে একটা বদল এনেছে বাংলাদেশ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় খেলানো হচ্ছে তানজিম হাসান সাকিবকে। টস হারলেও অখুশি নন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টস জিতলে তারাও আগে ব্যাটিং বেছে নিতেন বলে জানান তিনি। সূর্যকুমার বলেন, রাতের দিকে শিশির সমস্যা করতে পারে। সেই শিশিরের চ্যালেঞ্জে বোলাররা কেমন করেন তা দেখে নিতে চান তারা। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম সাকিব,  তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, আর্শদ্বীপ সিং, মায়াঙ্ক যাদব। 

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago