২০০ টেস্ট উইকেটের ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি তাইজুল

টেস্ট ক্রিকেটে দুইশ উইকেট নেওয়ার ক্লাবে বাংলাদেশের হয়ে এতদিন একাই ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই ক্লাবে যোগ দেওয়ার অনন্য কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম। একই দিনে ফাইফারও তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩৪ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে দলটি। আলোকস্বল্পতায় দিনের খেলা ছয় বাকি থাকতেই শেষ হয়।

দুইশ উইকেটের ক্লাবে যেতে ৫৪টি টেস্ট ম্যাচ খেলতে হয়েছিল সাকিবের। ছয় ম্যাচ কম খেলেই সেখানে পৌঁছে গেলেন তাইজুল। আর বাংলাদেশের হয়ে ১৩ বার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই বাঁহাতি। এখানেও তার আগে সাকিব। সর্বোচ্চ ১৯ বার ৫ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

এদিন ইনিংসের দশম ওভারে বল হাতে নেন তাইজুল। এক ওভার পরই ট্রিস্টিয়ান স্টাবস ও টনি ডে জর্জির দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ ৪১ রানের জুটি ভাঙেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট পেতে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন স্টাবস।

চা বিরতির পর বোলিংয়ে ফিরে নিজের দ্বিতীয় ওভারে ডেভিড বেডিংহ্যামকে আউট করে দ্বিতীয় শিকার ধরেন তাইজুল। সাদমানের হাতে একবার জীবন পেলেও মিস করেননি উইকেটরক্ষক লিটন দাস। তাইজুলের বড় টার্নে ব্যাটের কানায় লেগে ক্যাচে পরিণত হওয়ার আগে ১১ রান করে বেডিংহ্যাম।

দলীয় শতরান পূরণ হওয়ার এক রান আগে সেট ব্যাটার ডি জর্জিকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। তার দারুণ টার্নে ব্যাটের কানায় লেগে প্যাড হয়ে শর্ট লেগে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের তালুবন্দী হন এই ব্যাটার। একই ওভারে ম্য্যাথিউ ব্রিটজকিকেও তুলে নেন তাইজুল। তার অফস্টাম্পে রাখা বল টার্ন করে বেরিয়ে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন ব্রিটজকি। কিন্তু বল সোজা গিয়ে ভাঙে তার স্টাম্প।

নিজের ফাইফারও খুব দ্রুতই পূরণ করেন তাইজুল। দলীয় ১০৮ রানে রায়ান রিকল্টনকে লিটনের ক্যাচে পরিণত করেন তিনি। পিচের ক্ষততে পরে কিছুটা স্কিড করেছিল বল। কাট করতে চেয়েছিলেন রিকল্টন। তবে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটনের হাতে।

Comments

The Daily Star  | English
Rivers and people in Bangladesh

Of rivers and people

The present leadership must prioritise the development of these two assets of Bangladesh for a sustainable and prosperous future.

7h ago