৬ মাসের মধ্যেই পাকিস্তানের কোচের পদ থেকে সরে গেলেন কার্স্টেন

সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার গ্যারি কার্স্টেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। যিনি গত এপ্রিলে দলটির সাদা বলের কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার মাঠে সাদা বলের সফরে যাওয়ার মাত্র সপ্তাহ খানেক আগে দায়িত্ব ছেড়ে দেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেন। তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। সম্প্রতি নানান ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। সাদা বলের সংস্করণের অধিনায়ক থেকে বাবর আজম সরে গেছেন। তার জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। এবার আকস্মিকভাবে নতুন কোচও খুঁজতে হবে দলটিকে।
টেস্টে পাকিস্তানের কোচ হিসেবে আছেন জেসন গিলেস্পি। তার অধীনে সম্প্রতি ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছে পাকিস্তান। তার আগে অবশ্য টেস্টেও দলটির পারফরম্যান্স বেশ নাজুক ছিলো।
গত ২৮ এপ্রিল গিলেস্পিকে টেস্ট এবং কার্স্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচ করে পাকিস্তান। দুজনেরই চুক্তি ছিলো দুই বছরের। তবে কার্স্টেন চুক্তির অর্ধেকও শেষ করলেন না। তার অধীনে একটি টি-টোয়েন্টি সিরিজ ও টি-টি-টিয়োন্টি বিশ্বকাপ খেলে পাকিস্তান। মজার কথা হলো এখনো কোন ওয়ানডেতে পাকিস্তানকে কোচিং করেননি তিনি। তার আগেই সরে গেলেন।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, কার্স্টেন কেন দায়িত্ব ছেড়ে দিলেন তা শিগগিরই বিবৃতি দিয়ে জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেলবোর্নে প্রথম ওয়ানডে খেলবে পাকিস্তান। সিরিজে তিন ওয়ানডের সঙ্গে আছে তিনটি টি-টোয়েন্টি।
Comments