এজাজের ঝলকে রোমাঞ্চকর ম্যাচ জিতে ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

Ajaz Patel
ছবি: বিসিসিআই

এজাজ প্যাটেলের বল স্লগ সুইপে উড়াতে গিয়ে বোল্ড হলেন ওয়াশিংটন সুন্দর। ২৫ রানের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মাতল গোটা নিউজিল্যান্ড দল। ভারতকে ভারতের মাঠে টানা তিন টেস্টে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতন হোয়াইটওয়াশ করল তারা।

মুম্বাইতে রোববার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চের আগেই জেতার পরিস্থিতি তৈরি করে কিউইরা। তবে তাদের একমাত্র বাধা ছিলেন রিশভ পান্ত। পান্ত ফিরে যাওয়া খানিক পর দ্রুত বাকি উইকেট হারিয়ে শেষ হয়েছে ম্যাচ। নিউজিল্যান্ড জিতেছে ২৬ রানে। ১৪৭ রানের লক্ষ্যে নেমে তারকায় ভরা ভারত গুটিয়ে গেছে ১২১ রানে।

৫৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে বড় হন্তারক বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। ৪২ রানে ৩ উইকেট নিয়ে অবদান রেখেছেন গ্লেন ফিলিপস।  প্রথম ইনিংসেও ১০৩ রানে ৫ উইকেট নেন তিনি। 

আগের দিন রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিনদের দাপটে ম্যাচে ফিরেছিল ভারত। তবে দেড়শোর নিচে থাকা লক্ষ্য তাড়াতেও রিশভ পান্ত ছাড়া তাদের ব্যাটাররা দেখাতে পারলেন না নিবেদন। 

আগের দিনের ৯ উইকেটে ১৭১ রান নিয়ে নেমে আর ৩ রান যোগ করেই অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

১৪৭ রানের লক্ষ্য নেমে আগ্রাসী শুরুর চিন্তায় ছিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক সফল হননি, নিজের বাজে ছন্দের ছাপ রেখে ১১ বলে ১১ রান করে ম্যাট হেনরির বলে পুল করে দেন লোপ্পা ক্যাচ। তিনে নামা শুভমান গিল আগের ইনিংসে ৯০ রান করলেও এবার ব্যর্থ। এজাজের বল ছোবল হানে তার স্টাম্পে। অভিজ্ঞ বিরাট কোহলি দলের ভীষণ প্রয়োজনে মেটাতে পারেননি দাবি। তিনিও শিকার এজাজের।

১৮ রানে ৩ উইকেট হারানো দল খানিক পর আবার জোড়া ধাক্কা খায়। গ্লেন ফিলিপসের বলে যশভি জয়সওয়াল এলবিডব্লিউতে ফেরার পর সরফরাজ খান এজাজকে স্লগ সুইপ করতে গিয়ে দেন ক্যাচ। ২৯ রানে ৫ উইকেট হারিয়ে তখন কাঁপছে ভারত।

এরপর জাদেজাকে নিয়ে পাল্টা আক্রমণে জবাব দিতে থাকেন পান্ত। এই দুজন মিলে যোগ করেন ৪২ রান, যার বেশিরভাগটাই আসে পান্তের ব্যাটে। ২২ বলে ৬ করা জাদেজাকে থামিয়ে এজাজই ভাঙেন জুটি।

লাঞ্চের আগে পান্তের সঙ্গে যোগ দেন ওয়াশিংটন সুন্দর। ৬ উইকেটে ৯২ তুলে লাঞ্চে যায় ভারত। শেষ ৪ উইকেট নিয়ে জয় থেকে তখন তারা ৫৫ রান দূরে, ফিফটি করে অপরাজিত পান্ত।

লাঞ্চ থেকে ফিরে প্রথম ওভারে ৬টি সিঙ্গেল আনার পরের ওভারে এজাজকে দুই চার মারেন পান্ত। ম্যাচে ভারতের দাপট স্পষ্ট করছিলেন তিনি। কিন্তু ওই ওভারেরই চতুর্থ বলে কিছুটা বিতর্কিতভাবে সমাপ্তি ৫৭ বলে ৬৪ করা ব্যাটারের।

এজাজের বল সামনের পায়ে খেলতে গিয়ে পারেননি তিনি। বল পায়ে লেগে উঁচুতে উঠে জমা হয় কিপারের গ্লাভসে। নিউজিল্যান্ডের আবেদন ছিলো কট বিহাইন্ডের। অর্থাৎ পান্তের পায়ে লাগার আগে ব্যাট লেগেছিল বলে দাবি তাদের। মাঠের আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় তারা। দেখা যায় ব্যাট-প্যাড ও বল কাছাকাছি থাকায় আল্ট্রা এজে পরিষ্কার হয়নি বল কি ব্যাটে লেগেছিল নাকি ব্যাট আঘাত হানে প্যাডে। তবে টিভি আম্পায়ার আউটেরই সিদ্ধান্ত দেন। পান্তকে মাথা নেড়ে হতাশা জানিয়ে মাঠ ছাড়তে দেখা যায়।

এরপর রবীচন্দ্রন অশ্বিন-ওয়াশিংটন সুন্দর মিলে যোগ করেন ১৫ রান। দল জয় থেকে ২৬ রান দূরে থাকতে ফিলিপসের বলে রিভার্স সুইপের চেষ্টায় কিপারের গ্লাভসে জমা পড়েন অশ্বিন। ঠিক পরের বলে বোল্ড হয়ে যান আকাশ দ্বীপ।   পরের ওভারে এজাজ সুন্দরকে বোল্ড করে শেষ করে দেন ম্যাচ।

Comments

The Daily Star  | English

Rampal fouling 2 Sundarbans rivers

The Rampal power plant began operation in late 2022 without an effluent treatment plant and has since been discharging untreated waste into the Pasur and Maidara rivers next to the Sundarbans.

4h ago