আগামী চার বছরে জ্যোতিদের সামনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সফরসহ বড় অনেক সিরিজ

Nigar Sultana Joty
ছক্কা মেরে খেলা শেষ করে দেন নিগার সুলতানা জ্যোতি। ছবি: বিসিবি

আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় নতুন চক্রে বড় দেশ সফরের সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২৫-২০২৯ চক্রে ঘরে-বাইরে মিলিয়ে আট সিরিজ খেলবে বাংলাদেশ।  সফর করবে ইংল্যান্ড,  অস্ট্রেলিয়ার মতন দেশ।

দেশের মাঠে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে। সফরে যাবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়।

আইসিসির নতুন চক্রে ১১ দল মিলে খেলবে মোট ৪০০ ম্যাচ৷ ২০২২-২০২৫ চক্র থেকে যা অনেকটাই বেশি। এই সময়ে আইসিসির নিয়মিত ইভেন্টের বাইরে প্রথমবারের মতন মেয়েদের ক্রিকেটেও আয়োজিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। এই আসরে খেলবে কেবল ছয় দল।

২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ২০২৬ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

নতুন চক্রে ৪৪টি দ্বিপক্ষীয় তিন ম্যাচের সিরিজে মোট ১৩২টি ওয়ানডে ম্যাচ হবে। এছাড়া সদস্য দেশগুলো আইসিসি ইভেন্টের আগে প্রস্তুতির জন্য পারস্পরিক বোঝাপড়ায় ত্রিদেশীয় সিরিজও আয়োজন করতে পারবে।

মেয়েদের ক্রিকেটে টেস্ট ম্যাচ হয় কম।  এবারের চক্রে সেটাও বাড়বে বলে জানিয়েছে আইসিসি।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

10h ago