বিশ্বকাপ খেলা নিশ্চিত করার লক্ষ্যে আইরিশদের বিপক্ষে নামবে বাংলাদেশ

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দল। সামনের বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে কিনা নির্ভর করছে আগামী দুটি ওয়ানডে সিরিজের উপর। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তাই বিশ্বকাপ নিশ্চিত করার চিন্তাই ঘুরপাক খাচ্ছেন টিম ম্যানেজমেন্টের মাথায়।

সরাসরি বিশ্বকাপে যেতে আইসিসি ওয়ানডে সুপার লিগে বাকি থাকা ৬টি ওয়ানডের সবগুলোই জিততে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ হবে ঘরের মাঠে, বাকি তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কঠিন কন্ডিশনে। 

পথটা কঠিন হলেও বিসিবির হেড অব উইমেন্স উইং হাবিবুল বাশার সুমন জানালেন তারা আশাবাদী ইতিবাচক ফলের, 'আমাদের বিশ্বকাপের (ওয়ানডে) আগে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। এই ছয়টা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু করছি ঘরের মাঠে, এখানে আমাদের সুবিধা থাকবে। আমরা এখন সব ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা এই সিরিজটা নিয়েই ভাবছি। এটাই আমাদের প্রাইমারি টার্গেট।'

'এখন পর্যন্ত তাদের (মেয়েদের) দেখে মনে হয়েছে, তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ। সবাই চাচ্ছে ভালো করতে, সবাই তো চায় বিশ্বকাপ খেলতে। যেহেতু হোমে খেলা, আশা করছি, ভালো কিছুই হবে।'

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতাটাই স্বাভাবিক বাংলাদেশ দলের। অন্য কোন ফল হলেই সেটা হবে ব্যর্থতা। এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে তখন ভাবনায় আসবে ওয়েস্ট ইন্ডিজ সফর।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টাইটেল স্পন্সর অনুষ্ঠানে এসব প্রসঙ্গে কথা বলেন হাবিবুল। এবার আইরিশদের বিপক্ষে সিরিজের স্পন্সর হয়েছে স্কয়ার গ্রুপ। সিরিজটির নাম সেনোরা বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ পাওয়ার্ড বাই রুচি।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে না পারায় বরাবরই বাছাইপর্বে অংশ নিতে হয়েছে বাংলাদেশ দলকে। এবার ৬ ম্যাচ জিতলে সরাসরি খেলতে পারবে, নতুবা পেরুতে হবে বাছাইপর্বের ঝুঁকিপূর্ণ পথ। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সমীকরণ থাকায় তাই কিছুটা স্নায়ুচাপ থাকতে পারে জ্যোতিদের উপর। স্বীকার করলেন হাবিবুল,  'একটু স্নায়ুচাপ থাকবে, যেহেতু তাদের ওপর পারফর্ম করার প্রেশার আছে। সেটা খুব স্বাভাবিক। এখন পর্যন্ত তাদের দেখে মনে হয়েছে, তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ। সবাই চাচ্ছে ভালো করতে, সবাই তো চায় বিশ্বকাপ খেলতে। যেহেতু হোমে খেলা, আশা করছি, ভালো কিছুই হবে।'

টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা ও নাজমুল আবেদীন ফাহিম, মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল বাংলাদেশে আসবে শুক্রবার। ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। ৩০ নভেম্বর দ্বিতীয় ও ২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে একই ভেন্যুতে।  ৫, ৭ ও ৯ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

54m ago