তাসকিনের তোপে ১৫২ রানে অলআউট ক্যারিবিয়ানরা

ব্যাটিং করে ব্যবধান কমানোর সুযোগ থাকলেও ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। বল হাতে দারুণ কিছু করতে চেয়েছিল দলটি। আর সেটা করেছেও তারা দারুণভাবে। তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে কোনোমতে দেড়শ রান করেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস ১৫২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তারপরও ৩৩৩ রানের বড় লিডই পেয়েছে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসেই ১৮১ রানে গিয়েছিল দলটি।

তবে ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেওয়া টার্গেট আরও বড় হতে পারতো। তা হতে দেননি তাসকিন। দুর্দান্ত বোলিং করেছেন তিনি। একাই তুলে নিয়েছেন ছয়টি উইকেট। তার সঙ্গে দারুণ সহায়তা করেছেন দলের বাকি বোলাররাও। ফলে আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। যদিও কাজটা এখন বেশ কঠিন। 

যদিও লাঞ্চের পর শুরুটা ভালোই করে ক্যারিবিয়ানরা। আলিক আথানেজের সঙ্গে বড় জুটির ইঙ্গিত দিচ্ছিলেন কেভাম হজ। তবে আরও বড় ক্ষতি করার আগেই তাকে ছাঁটাই করেন তাসকিন। তার কিছুটা বাড়তি বাউন্সের বলে হজের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ৮ বলে ১৫ রান করেন তিনি।

এরপর আরেক সেট ব্যাটার আলিক আথানাজেকে ফেরান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাকে ব্যক্তিগত ৪২ রানে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক। ফলে একশর আগেই অর্ধেক ব্যাটার ফিরে যায় সাজঘরে। ক্যারিবিয়ানদের বেশ চাপে রাখে টাইগাররা।

সেই চাপ আরও বাড়ান তাসকিন। দলীয় শতক পূরণের আগে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে বোল্ড করে দেন এই পেসার। এরপর উইকেট শিকারের তালিকায় যোগ দেন তাইজুল ইসলামও। ফেরান জশুয়া ডি সিলভাকে। কিছুটা আগ্রাসী হয়ে ১৮ বলে ২২ রান করেন তিনি।

আলজেরি জোসেফও আগ্রাসী হওয়ার চেষ্টা করেন। ব্যক্তিগত ১৭ রানে তাকে ফেরান মিরাজ। এরপর কেমার রোচকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফার তুলে নেন তাসকিন। আর সামার জোসেফকে বোল্ড করে নিজের ষষ্ঠ শিকার করেন এই পেসার। শেষ পর্যন্ত ৬৪ রানের খরচায় নেন ৬টি উইকেট। মিরাজের শিকার দুটি।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

32m ago