জ্যামাইকার উইকেটে আরও বেশি ঘাস, আরও বেশি চ্যালেঞ্জ বাংলাদেশের

অ্যান্টিগার উইকেট যতটা ধারণা করা হয়েছিলো তারচেয়েও কম চ্যালেঞ্জিং ছিলো ব্যাটারদের জন্য। তবু সেই উইকেটেও নিজেদের দুর্দশা দূর করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। জ্যামাইকার স্যাবাইনা পার্কের উইকেটে দেখা যাচ্ছে অনেক বেশি ঘাস, সেখানে পেসারদের জন্য থাকতে পারে আরও বেশি সুবিধা। তাতেও চ্যালেঞ্জটা বেশি ধুঁকতে থাকা মেহেদী হাসান মিরাজের দলের।

অ্যান্টিগায় প্রথম টেস্টে স্বাগতিক দলের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। অ্যান্টিগায় টস ভাগ্য পক্ষে আসায় আগে ব্যাট করতে হয়নি। তবু ব্যাটিং হয়নি জুতসই। ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে বাংলাদেশ করে ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের ১৫০ রান আটকালেও ৩৩৪ রানের লক্ষ্যে নেমে তছনছ হয়ে ১৩২ রানে গুটিয়ে যান মিরাজরা।

২০১৭ সালের পর জ্যামাইকায় টেস্ট হয়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ায় অবশ্য মাঠের কন্ডিশন সম্পর্কে ধারণা আছে স্বাগতিকদের। অ্যান্টিগা থেকে উইকেট খুব আলাদা হবে না বলে মনে করছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তবে এখানে ঘাস বেশি থাকায় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জটাও বেশি থাকার আভাস দিলেন তিনি,  'এটা পুরোপুরি ভিন্ন বলা যাবে না (অ্যান্টিগা থেকে)। তবে আরও বেশি ঘাস আছে, যা দেখে ভালো লাগল।  অনেক বৃষ্টি হওয়ায় আর্দ্রতাও আছে। সতেজ হয়েই শুরু করতে হবে আমাদের।'

'উইকেটে ঘাসের লেয়ার ভালোভাবেই আছে। আমাদের এখন নিজেদের কাজগুলো করতে হবে। ভালো বল করতে হবে এবং ক্যাচগুলো নিতে হবে। ব্যাটিংয়ে রান তুলতে হবে। আমরা সেই অপেক্ষায় আছি।'

ঘরের মাঠে সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হারে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সর্বশেষ সিরিজ জয় বাংলাদেশের বিপক্ষেই। এবারও মিরাজদের হারিয়ে সিরিজ জেতার ধারায় ফিরতে মরিয়া ক্যারিবিয়ানরা,  'সিরিজ জয় খুবই গুরুত্বপূর্ণ। কোন ম্যাচ বা সিরিজই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এই সিরিজ শক্তভাবে শেষ করতে হবে। সামনে আরও টেস্ট আছে।'

'আমরা প্রথম টেস্ট জিতলেও সেটা পেছনে পড়ে গেছে। বোলিং ও ব্যাটিং ইউনিট হিসেবে জ্বলে উঠতে হবে। আমরা সেটার জন্য মুখিয়ে আছি।'

ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশ রাখতে পারে অপরিবর্তিত। চার গতিময় পেসারের সঙ্গে পেস অলরাউন্ডার জাস্টিন গ্রেইভস থাকায় ঘাসের উইকেটের জন্য তাদের আদর্শ লাইনআপ। বাংলাদেশের আগের টেস্ট খেলেছিল তিন পেসার আর দুই স্পিনার নিয়ে। এবার পেসার একজন বাড়ানো হয় কিনা দেখার বিষয়। চার পেসার নিয়ে খেললে তাইজুল ইসলামের জায়গায় একাদশে ঢুকতে পারেন নাহিদ রানা।

অ্যান্টিগা থেকে এই টেস্টে আরেকটা সামান্য বদল আছে। অ্যান্টিগা টেস্ট শুরু হয়েছিলো বাংলাদেশ সময় রাত ৮টায়, জ্যামাইকা টেস্ট শুরু হবে রাত ৯টায়।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago