তামিমের অধীনে খেলে 'অনেক মজা' পান নাঈম

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে 'অবসর' নিয়ে ফেলেছিলেন তৎকালীন অধিনায়ক তামিম ইকবাল। এরপর অনেক নাটক শেষে বর্তমানে জাতীয় দলের সঙ্গে না থাকলেও এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন তিনি। এবার বিপিএলে খেলার প্রস্তুতি নিচ্ছেন। তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তার সতীর্থ নাঈম হাসান।

গতবারের মতো এবারও বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। দলটির নেতৃত্বেও থাকছেন তিনি। শেষ আসরে তার অধীনেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল দলটি। সেই দলে ছিলেন না নাঈম। এবার প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে টেনেছে তামিমরা। জাতীয় দলের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগেও তামিমের সঙ্গে উপভোগ করতে চান এই তরুণ অফস্পিনার।

বিপিএল শুরুর আগে শুক্রবার অনুশীলনের ফাঁকে তামিমের অধীনে খেলার সুবিধা জানিয়ে নাঈম বললেন, 'অবশ্যই তামিম ভাই তো- ওনার সঙ্গে আগেও খেলেছি সিনিয়র, ওনার আন্ডারে খেলে অনেক মজা। ন্যাশনাল টিমে যখন উনি ছিল তখনও ছিল। উনি টিমে থাকলে সব সময় আলাদা সাপোর্ট পাওয়া যায়।'

প্রায় সাত মাস পর এনসিএল টি-টোয়েন্টিতে ফিরে চার ম্যাচ খেলে দুটি ফিফটি পেয়েছেন তামিম। লম্বা সময় পর ফেরা অধিনায়কের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী নাঈমও, 'তামিম ভাই তো আল্লাহ রহমতে ভালো ব্যাটিং করতেছে। এনসিএলেও দেখেন তামিম ভাই চারটা ম্যাচ খেলল, দুইটা বড় স্কোর করল। একটা নট আউট ছিল। উনি আল্লাহ রহমতে ভালো শেপে আছে।'

সবমিলিয়ে দলের পরিবেশে দারুণ খুশি এই স্পিনার, 'আলহামদুল্লিলাহ আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হইছি, এখন সবাই ওই চিন্তা-ভাবনাতেই আছে। দলটাকে যত তাড়াতাড়ি গোছানো যায়। আমরা তো সবাই একসঙ্গে খেলি। আলহামদুল্লিলাহ পরিবেশ খুবই ভালো।'

তবে ব্যক্তিগতভাবে কিছুটা হলেও নাঈমের গায়ে রয়েছে টেস্ট ক্রিকেটারের ট্যাগ। অবশ্য নিজেকে সকল সংস্করণের জন্যই উপযোগী মনে করেন তিনি, 'অনেকে (টেস্ট ক্রিকেটার) মনে করলে তো আমি মনে করি না। আমি মনে করি সব ফরম্যাটের জন্য আল্লাহর রহমতে রেডি। আমার যখনই যে খেলাটা আছে সেটা এনজয় করি।'

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

6h ago