সিডনিতে বাদ মার্শ, অভিষেক হচ্ছে ওয়েবস্টারের

মেলবোর্ন টেস্টে দারুণ জয়ের পরও উইনিং কম্বিনেশন না ধরে রেখে একাদশে বদল এনেছে প্যাট কামিন্সরা। অফ ফর্মে থাকা অলরাউন্ডার মিচেল মার্শকে বাদ দেওয়া হয়েছে। সিডনিতে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্টে তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে বো ওয়েবস্টারের।

শুরুতে টেস্ট ক্রিকেটেই নয়, এর আগে জাতীয় দলের হয়েই খেলা হয়নি ওয়েবস্টারের। ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেস বল করেন। প্রয়োজনে অফ-স্পিন বোলিংয়েও দক্ষ তিনি। পাঁজরের চোট নিয়ে খেলতে নামবেন পেসার মিচেল স্টার্ক। তার সঙ্গে প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং নাথান লায়ন মিলে গড়বেন অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ।

ওয়েবস্টারকে দলে নেওয়া প্রসঙ্গে অধিনায়ক কামিন্স বলেন, 'মিচ অবশ্যই এই সিরিজে ব্যাট কিংবা বল হাতে তার প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। তাই তাকে সাময়িক বিরতি দেওয়া হলো। বো আমাদের দলের সঙ্গে ছিলেন এবং দারুণ করেছেন। মিচের জন্য এটা হতাশার, কারণ আমরা জানি তিনি দলকে কতটা দেন। কিন্তু এখন বোকে সুযোগ দেওয়ার উপযুক্ত সময়।'

এই সিরিজে ব্যাট এবং বল হাতে বাজে পারফরম্যান্সের কারণে মার্শের অবস্থান ছিল তীব্র চাপের মুখে। বাদ পড়ায় ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টেনে দিতে পারে। যদিও ২০১৪ সালে অভিষেকের পর কখনোই দলের নিয়মিত সদস্য হতে পারেননি। ক্যামেরন গ্রিনের আবির্ভাবের পর লাল বলের ক্রিকেট থেকে তাকে দূরে থাকতে হয়। তবে গ্রিনের মেরুদণ্ডে অস্ত্রোপচারের কারণে এই সিরিজে সুযোগ পান মার্শ।

তাসমানিয়ার ৩১ বছর বয়সী অলরাউন্ডার ওয়েবস্টার শেফিল্ড শিল্ড ক্রিকেটে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন এবং এই সিরিজে অস্ট্রেলিয়ার তৃতীয় অভিষেক হওয়া খেলোয়াড় হতে যাচ্ছেন। চতুর্থ টেস্টে মেলবোর্নে নাথান ম্যাক্সউইনির জায়গায় অভিষেক হওয়া কিশোর ওপেনার স্যাম কন্সটাস নজর কেড়েছেন দ্রুতগতিতে ৬০ রান করে। এমনকি ভারতের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহকে ছক্কা মারার সাহস দেখান তিনি।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। জিতলে বা ড্র করলেই ২০১৪-১৫ সালের পর প্রথমবারের মতো বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করবে দলটি। সেই সঙ্গে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জুনে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত হবে তাদের।

অস্ট্রেলিয়া দল: স্যাম কন্সটাস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs: information adviser

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

34m ago