এবার আড়াই দিনে পাকিস্তানকে হারিয়ে উইন্ডিজের প্রতিশোধ

প্রথম টেস্টে স্পিনারদের দাপটে মাত্র আড়াই দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টের সারমর্ম প্রায় একই। তবে স্থান বদল করেছে দলদুটি। এবার আড়াই দিনে পাকিস্তানকে হারিয়ে দারুণ প্রতিশোধ নিল ক্যারিবিয়ানরা। ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল দলটি।

সোমবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এসে পাকিস্তানকে ১২০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল তারা। চতুর্থ ইনিংসে ক্যারিবিয়ানদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩৩ রানে গুটিয়ে গিয়েছে স্বাগতিকরা।

স্পিন সহায়ক উইকেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে প্রায় আড়াইশর কাছাকাছি রান করেই জয়ের সুবাস পায় উইন্ডিজ। দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম সারির উইকেটও তুলে নেয়। তবে ৭৬ রানে ৪ উইকেটে নিয়ে খেলতে নামা পাকিস্তান স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটারকে হারিয়ে হার দেখতে শুরু করে। 

দিনের তৃতীয় বলেই আউট হয়ে যান সাউদ শাকিল। কেভিন সিনক্লিয়ারের বলে লিডিং এজ হয়ে প্রথম স্লিপে কেভাম হজের হাতে ক্যাচ তুলে দেন। আর পরের ওভারে জমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে যান কাশিফ আলী। এরপর সালমান আলী আগাকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান। স্কোরবোর্ডে ৩৯ রান যোগ করেন এ দুই ব্যাটার।

কিন্তু সালমানের বিদায়ে এ জুটি ভাঙলে কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। সাত রানের ব্যবধানে শেষ চারটি উইকেট হারায় তারা। ফলে বড় ব্যবধানেই হারের স্বাদ পায় দলটি। ২৫ রান করে ওয়ারিকানের বলে বোল্ড হয়ে যান রিজওয়ান। ১৫ রান আসে সালমানের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৭ রানের খরচায় ৫টি উইকেট নেন ওয়ারিকান। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। সিনক্লিয়ার নেন ৩টি উইকেট। দুটি শিকার গুডাকেশ মতির। দুই ইনিংস মিলে ১৮ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

3h ago