ভারতের অদ্ভুত 'কনকাশন সাব' নিয়ে কটাক্ষ বাটলারের

পরিচয় অলরাউন্ডার। কিন্তু ব্যাটার হিসেবেই ব্যবহৃত হন শিভাম দুবে। অন্যদিকে হার্শিত রানা পুরোদুস্তর বোলার। তাই দুবের 'কনকাশন সাব' হিসেব হার্শিতের মাঠে নামা পছন্দ হয়নি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। এই হার্শিতই যে ইংলিশদের ব্যাটিং লাইনআপে ধস নামাতে সাহায্য করেছেন। তাই কটাক্ষ করতেও ছাড়েননি বাটলার।
শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে ভারত। স্বাগতিকদের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
তবে জয় ছাপিয়ে আলোচনায় ভারতের কনকাশন সাব নিয়ে। 'অলরাউন্ডার' দুবের 'কনকাশন সাব' হিসেবে 'বোলার' হর্ষিত রানাকে নামানো নিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, 'না, ওটা লাইক-ফর-লাইক পরিবর্তন নয়। আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। হয় শিভাম দুবে আরও ২৫ মাইল (ঘণ্টায়) জোরে বল করতে শুরু করেছে, নাহলে হার্শিত নিজের ব্যাটিং খুব ভালো করেছে।'
তবে ভারতের এই কনকাশন সাব নিয়ে কটাক্ষ করতে না ছাড়লেও হারের দায় নিজেদের কাঁধেই নিয়েছেন ইংলিশ অধিনায়ক। তবে কনকাশনের সিদ্ধান্ত মোটেই পছন্দ হয়নি তার, 'আমার মতে, এটা খেলার অংশ। তাও আমাদের এই ম্যাচটা জেতা উচিত ছিল। তবে হ্যাঁ, আমরা ওই সিদ্ধান্তের সঙ্গে একমত নই।'
পুনে প্রথমে ব্যাটিংয়ে নেমে অবস্থা খুব একটা ভালো ছিল না ভারতের। হার্দিক পান্ডিয়ার সঙ্গে দুবের দারুণ ব্যাটিংয়েই লড়াইয়ের পুঁজি পায় দলটি। ৩৪ বলে ৫৩ রান করে হয়েছেন ম্যাচ সেরা। ১৯.৫ ওভারে জেমি ওভারটনের একটি বল দুবের হেলমেটে লাগে। নিয়ম মতো ফিজিও কনকাশন টেস্টে মিলে যায় অনুমতি।
তবে বোলিং ইনিংসের শুরুতেই হার্শিতকে নামায়নি ভারত। প্রথম ছয় ওভার ফিল্ডিং করেন রামনদিপ সিং। সে সময় ব্যাকফুটেই ছিল ভারত। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬২ রান তুলে ফেলে ইংল্যান্ড। এরপর 'কনকাশন সাব' হিসেবে মাঠে আসেন হার্শিত। আর এই পেসার চার ওভার বল করে ৩৩ রানের খরচায় নেন তিন উইকেট।
Comments