নির্বাচকের পদ ছাড়লেন হান্নান

কদিন আগেই জানা গিয়েছিলো নির্বাচকের দায়িত্বে আর থাকতে চান না হান্নান সরকার। নিজের ইচ্ছাই বাস্তবায়ন করলেন তিনি। জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক এই ক্রিকেটার।
রোববার সকালে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন হান্নান। মূলত কোচিং ক্যারিয়ার গড়ার ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের কাছে দায়িত্ব ছাড়া পত্র দেন তিনি, যা কার্যকর হবে এক মাস পর।
৪২ পেরুনো হান্নান ২০১৬ সালে বয়সভিত্তিক দলে নির্বাচক হিসেবে যোগ দেন। তার নির্বাচক থাকাকালীন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। ২০২৪ সালে সিনিয়র দলে নির্বাচক হিসেবে যোগ দেন তিনি।
তবে সিনিয়র দলে বেশিদিন কাজ করলেন না তিনি। ১০ মাসের মধ্যেই টানলেন ইতি। হান্নান দায়িত্ব ছাড়ার প্রতিক্রিয়ায় বলেন, 'জাতীয় নির্বাচক হিসেবে আমার সময়টা ভালো কেটেছে। আমি সম্মান পেয়েছি। নিজের ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিতে স্বেচ্ছায় ছেড়ে দিলাম।'
জানা গেছে দেশের একটি নামকরা গ্রুপের সঙ্গে ক্রিকেট কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলা এই ডানহাতি ব্যাটার।
হান্নান দায়িত্ব ছেড়ে দেওয়ায় পুরুষ জাতীয় দলের নির্বাচক এখন দুজন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে আছেন আব্দুর রাজ্জাক।
Comments