সব উইকেটই নিলেন স্পিনাররা, ওয়ানডেতে ওমানের বিশ্ব রেকর্ড

Oman

ওয়ানডে সংস্করণের ৫৪ বছরের ইতিহাসে কখনই যা হয়নি তার দেখা মিলল ওমানের আল আল আমেরাতে ক্রিকেট গ্রাউন্ডে। নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করে দিতে সবগুলো উইকেটই নিলেন ওমানের স্পিনাররা। কোন পেসারকে দিয়ে বল করায়নি তারা।

সোমবার ইতিহাসের প্রথম দল হিসেবে এই নজির স্থাপন করেছে ওমান। সিম বোলার ব্যবহার না করেই একটি বোলিং ইনিংস সম্পূর্ণকারী প্রথম দল হওয়ার পাশাপাশি কোনো সিমার ছাড়াই কোনো দলকে ওয়ানডেতে অলআউট করা দলও ওমান।

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচে ঘটে এই ঘটনা। যেখানে ৯৬ রানে গুটিয়ে ২ উইকেটে ম্যাচ হেরেছে নামিবিয়া।

স্পিন স্বর্গে ২৫ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ। অফ স্পিনার জয় ওলেন্দ্রা ও বাঁহাতি স্পিনার আমির কালিম পান দুইটি করে উইকেট। স্পিন বিষে এক পর্যায়ে ১৯ রানে ৪ উইকেট হারিয়েছিলো নামিবিয়া। সেখান থেকে ইয়ান নিকোল লফটি-ইটনের ৩০ রান কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। সহজ লক্ষ্যেও পরে কোনরকমে জিতে ওমান।

নামিবিয়ার ৩৩.১ ওভারের ইনিংসে ওমান একজনও পেসার ব্যবহার করেনি। এটি এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে দীর্ঘ স্পিন-সর্বস্ব ইনিংস। নারী-পুরুষ মিলিয়ে চতুর্থ ঘটনা। পুরুষদের একদিনের আন্তর্জাতিকে, এর আগে সবচেয়ে দীর্ঘ স্পিন-সর্বস্ব ইনিংস ছিল মাত্র ৫.২ ওভার: নেপালের বিপক্ষে ৩৬ রান রক্ষা করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল টিমিল প্যাটেল এবং নোশথুশ কেনজিগের হাতে বল তুলে দিয়েছিল।

মহিলাদের ক্রিকেটে অন্য দুটি ঘটনাও ১০০ রানের কম স্কোর রক্ষা করতে ব্যর্থ হওয়ার পরিস্থিতিতে ঘটেছিল।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

8h ago