নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় জেসি-মুকুল

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতার জন্য ১০ জন আম্পায়ার এবং তিনজন ম্যাচ রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে রয়েছেন দুইজন বাংলাদেশি আম্পায়ার- মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।

মুকুল সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২০ এবং ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে ছিলেন। অন্যদিকে, জেসি তার ক্রিকেট ক্যারিয়ারে দুটি নারী ওয়ানডে ম্যাচ খেলেছেন, এবার প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।\

আয়োজক দেশ পাকিস্তানের হয়ে আম্পায়ার প্যানেলে থাকছেন ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ। গত বছর সালিমা ইমতিয়াজ পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে আইসিসির প্যানেলে জায়গা করে নেন। সে সময় তিনি বলেছিলেন, এটি শুধুমাত্র তার জন্য নয়, বরং পাকিস্তানের সমস্ত ভবিষ্যৎ নারী আম্পায়ারদের জন্য একটি অনুপ্রেরণা।

তিনি বলেন, "এটি শুধু আমার জন্য নয়, বরং পাকিস্তানের সব ভবিষ্যৎ নারী ক্রিকেটার ও আম্পায়ারদের জন্য একটি বিজয়। আমি আশা করি, আমার এই সাফল্য অনেক নারীদের অনুপ্রাণিত করবে, যারা ক্রিকেট জগতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।"

এছাড়া জিম্বাবুয়ের সারাহ ডামবানেভানা, অস্ট্রেলিয়ার ডোনোভান কচ, দক্ষিণ আফ্রিকার বাবস গকুমা, ওয়েস্ট ইন্ডিজের ক্যান্ডেস লা বোর্ড, শ্রীলঙ্কার ডেদুনু ডি সিলভা ও নিউজিল্যান্ডের শন হেইগও আম্পায়ারদের মধ্যে রয়েছেন।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আলী নাকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিটজ এবং নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন।

আগামী ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ছয় দলের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। টুর্নামেন্টের সেরা দুটি দল চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ম্যাচ রেফারির তালিকা:

আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)

আম্পায়ারের তালিকা:

বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ডেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), শন হেইগ (নিউজিল্যান্ড)

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

1h ago