আরও তিন ঘরোয়া আসর স্থগিত করল পাকিস্তান, বাংলাদেশের সফর নিয়ে ধোঁয়াশা

ভারত-পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বন্ধের খবর আগেই আলোচিত। দুই দেশের যুদ্ধ বিরতির পর পিএসএল ফের শুরু হবে কিনা এই আলাপের মাঝেই আরও তিনটি ঘরোয়া আসর স্থগিত করেছে পিসিবি। এতে বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা দূর হচ্ছে না।
রোববার এক বিবৃতিতে পিসিবি জানায়, চলমান প্রেসিডেন্ট ট্রফি গ্রেড দুই, আঞ্চলিক অন্তঃ-জেলা চ্যালেঞ্জ কাপ ও আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ওয়ানডে টুর্নামেন্ট নিরাপত্তাজনিত কারণে স্থগিত থাকবে। পিসিবি জানায়, পরবর্তী সময় এই জায়গা থেকেই আবার আসরগুলো শুরু হবে। তবে সময়টা তারা নিশ্চিত করতে পারেনি।
৮ ম্যাচ বাকি থাকতে যুদ্ধ অবস্থায় বন্ধ হয় পিএসএল। টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার কথা থাকলেও তাও হয়নি। যুদ্ধ বিরতির পর পিএসএল ফের শুরুর নিয়ে কোন কথা বলেনি পিসিবি।
এই অবস্থায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে সংশয় দূর হচ্ছে না। সূচি অনুযায়ী ২১ মে পাকিস্তানে পা রাখার কথা বাংলাদেশ দলের। ২৫ মে থেকে ৩ জুন ফয়সালাবাদ ও লাহোরে হওয়ার কথা এই সিরিজ।
সিরিজটি যথাসময়ে হবে কিনা তা নিয়ে কিছুই পরিষ্কার করেনি পিসিবি। এদিকে পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা বিসিবিও আনুষ্ঠানিক কোন মন্তব্য দিচ্ছে না। তবে একটি সূত্রের খবর, শতভাগ নিশ্চয়তা না পেলে আপাতত পাকিস্তানে দল না পাঠাতে মন দিচ্ছেন বেশিরভাগ বিসিবি পরিচালক।
Comments