ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব

প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচের একাদশে আছেন দীর্ঘ সময়ে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই ক্রিকেটার।
বাংলাদেশের হয়ে সাকিবের সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল গত বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। ভারতের বিপক্ষে কানপুরে একটি টেস্ট খেলেন এই অলরাউন্ডার। সেই টেস্টের পর তিনি আবুধাবিতে টি টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন নভেম্বরের শেষ দিকে।
পাকিস্তান-ভারত উত্তেজনার কারণে পিএসএল চলতি মাসের শুরুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। তখন অনেক বিদেশি খেলোয়াড় পাকিস্তান ছেড়ে যান। এরপর টুর্নামেন্ট ১৭ মে ফের শুরু হলে লাহোর দলে নেওয়া হয় সাকিবকে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং ইংল্যান্ডের টম কারানসহ অনেকেই আর ফিরে আসেননি, যদিও ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।
অন্যদিকে, এদিন দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানও। আগের দিনই বাঁহাতি এই পেসার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ২৭ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন চলমান দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
Comments