ইউরোপা লিগে রোনালদোকে একাদশে রাখার ইঙ্গিত টেন হাগের

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে কেবল মাত্র একটি ম্যাচে প্রথম একাদশে ক্রিস্তিয়ানো রোনালদোকে রাখেন কোচ এরিক টেন হাগ। আবার কবে নিয়মিত একাদশে থাকবেন এ নিয়ে রাজ্যের প্রশ্ন সমর্থকদের মনে। তবে খুব শীগগিরই একাদশে নিয়মিত হতে পারেন বলে জানিয়েছেন ইউনাইটেড কোচ। এটা হতে পারে ইউরোপা লিগ থেকেই।

আগামীকাল বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে ইউনাইটেড। এ ম্যাচকে সামনে রেখে টেন হাগের সংবাদ সম্মেলনে উঠে আসে রোনালদোর প্রসঙ্গ। সেখানেই এ কোচ বলেন, 'সে (রোনালদো) ব্রেন্টফোর্ডের বিপক্ষে শুরু করেছে, এরপর আর করেনি, তবে সে এখন শুরু করার জন্য তৈরি। অবশ্যই (সে শুরু করতে পারে)।'

অথচ এবার ইউরোপ লিগে না খেলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে মরিয়া হয়ে উঠেছিলেন রোনালদো। বেশ কিছু ক্লাবের সঙ্গে কথা বলেছিলেনও। তবে দুইয়ে দুইয়ে চার মিলাতে পারেননি। আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো ক্লাবই তাকে দলে টানতে রাজী হয়নি। মূলত তার উচ্চ বেতনের কারণেই তার প্রতি আগ্রহী হয়নি ক্লাবগুলো। যে কারণে বাধ্য হয়েই থাকতে হয়েছে ইউনাইটেডেই।

তবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর অবশ্য আগে ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে তা প্রায় ২০ বছর আগে। ২০০৩ সালে সবশেষ স্পোর্টিং লিসবনের হয়ে খেলেছিলেন এ আসরে। দীর্ঘদিন পর আবার ইউনাইটেডের হয়ে এ আসরে মাঠে নামছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

আর এ আসর নিয়ে বেশ সিরিয়াস কোচ এরিক টেন হাগের। সামান্য ছাড় দিতে রাজী নন তিনি। দলের সেরা তারকাদের নিয়েই লড়াইয়ে নামবেন বলে জানান। যেখানে থাকছেন রোনালদোও। টেন হাগের ভাষায়, 'আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে, আমরা প্রতিটি টুর্নামেন্ট জিততে চাই। তাই আমরা সবকিছুকে গুরুত্ব দিয়ে দেখি।'

Comments

The Daily Star  | English

Trump says US carried out 'very successful attack' on three Iran nuclear sites

"A full payload of BOMBS was dropped on the primary site, Fordow."

Now