লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার উড়ন্ত জয়
কেবল জার্সিটাই বদলেছেন রবার্ট লেভানদোভস্কি। পারফরম্যান্স ঠিক আগের মতোই রয়েছে তার। উল্টো আরও যেন ক্ষুরধার। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই পেলেন হ্যাটট্রিক। আর তার হ্যাটট্রিকে চেক রিপাবলিকের দল ভিক্তোরিয়া প্লাজেনকে রীতিমতো বিধ্বস্ত ছেড়েছে কাতালানরা।
বুধবার রাতে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে ভিক্তোরিয়া প্লাজেনকে ৫-১ গোলের হারিয়েছে বার্সেলোনা। লেভানদোভস্কির হ্যাটট্রিক ছাড়াও গোল পেয়েছেন ফ্র্যাঙ্ক কেসি ও ফেরান তোরেস।
প্রতিপক্ষ দুর্বল হলেও বার্সেলোনার জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচই ছিল এটা। কারণ গ্রুপ অব ডেথে পড়েছে তারা। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। ফলে এ ম্যাচে বড় জয় ভবিষ্যৎ সমীকরণে দারুণ সাহায্য করবে তাদের।
তবে ঘরের মাঠে প্রাধান্য বিস্তার করেই খেলে কাতালানরা। মাঝমাঠের দখল ছিল তাদেরই। ৭৬ শতাংশ সময় বল ছিল তাদের দখলে। শটও নেয় ২০টি, যার ১টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৮টি শট নিয়ে কেবল ১টি লক্ষ্যে রাখতে পারে প্লাজেন। লক্ষ্যে রাখা সেই শটে অবশ্য গোলও পায় দলটি।
এদিন ম্যাচের ১৩তম মিনিটে কেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক হেড কেসিকে বল দেন জুলস কুন্দে। ফাঁকায় পেয়ে আলতো হেডে দিক বদলে জালে পাঠান আইভরি কোস্টের এ ফরোয়ার্ড। বার্সেলোনার জার্সিতে এটাই তার প্রথম গোল।
৩৪তম মিনিটে স্কোরবোর্ডে প্রথম নাম লেখান লেভানদোভস্কি। সের্জি রোবার্তোর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে এড়িয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এ পোলিশ ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে দারুণ এক গোলে ম্যাচে ফিরেছিল প্লাজেন। বাঁ প্রান্ত থেকে ভাক্লাক জামেল্কার ক্রসে অসাধারণ এক হেডে জাল খুঁজে নেন ইয়ান সিকোরা।
তবে যোগ করা সময়ে ফের ব্যবধান বাড়ায় বার্সা। নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি। তবে এ গোলের পুরো কৃতিত্বই যায় উসমান দেম্বেলের কাছে। প্রতিপক্ষ খেলোয়াড়কে দারুণ এক ট্যাকলে বল কেড়ে নিখুঁত এক পাস দেন এ ফরাসি তরুণ। একেবারে অক্ষত অবস্থায় দেখে শুনে সময় নিয়ে হেডে বল জালে পাঠান লেভা।
৬৭তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেভানদোভস্কি। বদলি খেলোয়াড় তোরেসের ব্যাক পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। চার মিনিট পর নিজেও গোল করেন তোরেস। উসমান দেম্বেলের নিখুঁত এক থ্রু বল থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এ স্প্যানিশ ফরোয়ার্ড।
Comments