'দেম্বেলে এখন সেরা সময়ের নেইমারের পর্যায়ে রয়েছে'
জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ হয়ে আসার পর সবচেয়ে বেশি উন্নতি করেছেন উসমান দেম্বেলে। সাম্প্রতিক সময়ে তো রীতিমতো উড়ছেন এ উইঙ্গার। বার্সেলোনার প্রতি জয়েই রাখছেন দারুণ অবদান। কোচের দৃষ্টিতে সেরা ছন্দে থাকা অবস্থায় ঠিক যেমনটা করেছেন নেইমার।
বুধবার রাতে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেক রিপাবলিকের দল ভিক্তরিয়া প্লাজেনকে ৫-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন রবার্ট লেভানদোভস্কি। তার করা প্রথম গোলে আসিস্ট করেন দেম্বেলে। এরপর ফেরান তোরেসকে করেন আরও একটি। কেবল গোলটাই পাননি এ ফরাসি। অন্যথায় পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন তিনি।
আর তার দুটি অ্যাসিস্টও ছিল দুর্দান্ত। প্রথমটায় পেছন থেকে দৌড়ে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ট্যাকল করে বল কেড়ে নেন। এরপর নিখুঁত এক ক্রসে বল পাঠান দেম্বেলে। এরপর ফাঁকা জায়গায় বসে সময় নিয়ে দেখে শুনে বল জালে পাঠান রবার্ট লেভানদোভস্কি। এ গোলের পুরো কৃতিত্বই যায় দেম্বেলের কাছেই।
আর ফেরান তোরেসের গোলে তো আরও দুর্দান্ত এক পাস দেন দেম্বেলে। সামনে থাকা চার-পাঁচ জন খেলোয়াড়ের মাথার উপর দিয়ে অসাধারণ থ্রু বল পাঠান তিনি। অবশ্য দারুণ ফিনিশিং দেন তোরেসও। দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান। তবে দেম্বেলের অ্যাসিস্ট নজর কেড়েছে সবার।
ম্যাচ শেষে এ তরুণের উচ্ছ্বসিত প্রশংসাই করেন কোচ জাভি, 'ও (দেম্বেলে) খুশি, ও অ্যাসিস্ট করছে, ও পার্থক্য তৈরি করে দিচ্ছে। ম্যাচের ফলাফল গড়ে দিচ্ছে। আমি এমন ক্ষমতা সম্পন্ন খেলোয়াড় কয়েকজনই দেখেছি। ও সেরা ছন্দে থাকা নেইমারের পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ও অনেক কষ্ট পেয়েছে এবং এখন ও যেখানে আছে সেটা ওর প্রাপ্য। ওর মতো দুই পাশেই খেলতে পারা এমন খাঁটি উইঙ্গার আর নেই।'
শুধু চ্যাম্পিয়ন্স লিগেই নয়, লা লিগাতেও দারুণ খেলছেন দেম্বেলে। এখন পর্যন্ত ৪টি ম্যাচে অংশ নিয়ে ১টি গোল ও ২টী অ্যাসিস্ট করেছেন এ তারকা। জাভির অধীনে গত মৌসুমে ৩২ ম্যাচে করেছিলেন ১৩টি অ্যাসিস্ট।
Comments