রানির মৃত্যুতে বৃটেনে আগামী রাউন্ডের সব ম্যাচ স্থগিত

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো বৃটেন। যা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। তার প্রতি সম্মান জানিয়ে ইংল্যান্ড, ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ফুটবলে আগামী সপ্তাহের সব ধরণের ম্যাচ স্থগিত করা হয়েছে।

প্রিমিয়ার লিগে এ সপ্তাহে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া স্কটিশ প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল ৬টি। এছাড়া ইংল্যান্ডের ন্যাশনাল লিগ, এফএ কাপের ম্যাচ এবং গ্রাসরুটস ফুটবলও স্থগিত করা হয়েছে। মেয়েদের সুপার লিগের ফুটবলও স্থগিত করেছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলেছে, 'জাতির জন্য তার (রানি দ্বিতীয় এলিজাবেথ) অসাধারণ জীবন আর অবদানের জন্য এবং তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রিমিয়ার লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যার ম্যাচটিও এর মধ্যে আছে।'

এর আগে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইপিএল)। বাকি দিনগুলোর খেলা হবে কি না, তা পরে জানাবে সংস্থাটি।

এছাড়া গলফের পিজিএ চ্যাম্পিয়নশিপ, বৃটিশ ঘোড়া দৌড়, রাগবি ইউনিয়ন প্রিমিয়ারশিপের সমস্ত খেলা স্থগিত করা হয়েছে। কন্ট্রোল টুর্নামেন্টের সব ম্যাচ স্থগিত করেছে বৃটিশ বক্সিং বোর্ডও।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‍্যাল ক্যাসলে মারা যান তিনি। তার মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র চার্লস।

রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে। পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago