বর্ণাঢ্য শোভাযাত্রায় চ্যাম্পিয়ন মেয়েদের যেভাবে নেওয়া হবে বাফুফে ভবনে 

BFF
ছবি: ফিরোজ আহমেদ

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ফুটবলারদের বিমানবন্দর থেকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার দুপুরে দেশে পৌঁছানোর পর নানান আয়োজনে ছাদ খোলা বাসে করে শোভাযাত্রা করে তাদের নেওয়া হবে বাফুফে ভবনে। মেয়েদের বরণ করে নেওয়ার পুরো পরিকল্পনা জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। 

সোমবার কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে ইতিহাস রচনা করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে সাবিনা খাতুনের দল। মঙ্গলবার কাঠমান্ডুতেই বাংলাদেশ হাইকমিশনে তাদের দেওয়া হচ্ছে সংবর্ধনা।  বুধবার দুপুর একটা ৫০ মিনিটে নারী ফুটবলারা নামবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর বাফুফে ভবন পর্যন্ত তাদের যাত্রাপথ থাকছে রঙিন। 

মঙ্গলবার বিকেলে বাফুফেতে সংবাদ সম্মেলন করে সোহাগ জানান ক্রীড়া মন্ত্রনালয়ের সঙ্গে মিলে তারা এই আয়োজন করতে যাচ্ছেন,  'আগামীকাল মেয়েদের সংবর্ধনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হবে।'

'কাল আমাদের দলটি ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে। সেখানে থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি থাকবেন বাফুফে ভবনে। এছাড়া সচিব সাহেব বিমানবন্দরে থাকবেন, বাফুফের আমাদের সিনিয়র কর্মকর্তারাও থাকবেন। অবশ্যই আপনারাও থাকবেন। সেখানে আমাদের মেয়েদেরকে বরণ করে নিব আমরা।' 

'আন্তঃমন্ত্রণালয় সভায় সিভিল এভিয়েশন ও এয়ারপোর্টের কর্মকর্তারা ছিলেন। আমাদের মেয়েরা ভিআইপি দিয়ে বের হবে। সেখানে আমরা ফুল দিয়ে বরণ করব তাদের, মিষ্টি মুখ করাব। সেখানে ছোট্ট একটা প্রেস ব্রিফিং হবে।' 

ছাদ খোলা বাস সাজানো হচ্ছে। ছবি- ফিরোজ আহমেদ

ছাদ খোলা বাস, থাকবে মিউজিক 

ইতোমধ্যে বিটিআরসি একটি দোতলা বাসের ছাদ খোলে মেয়েদের জন্য প্রস্তুত করছে। সেই বাসটিতে লাগানো হচ্ছে চ্যাম্পিয়ন লেখা স্টিকার। সোহাগ জানান সাউন্ড সিস্টেমসহ সব আয়োজনই থাকছে, 'আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে ছাদ খোলা বাসে করে মেয়েরা বাফুফে ভবনের দিকে রওয়ানা হবে। ইতোমধ্যে বাসের ব্র্যান্ডিয়ের কাজ চলছে। বাসের মধ্যে আমরা সাউন্ড সিস্টেম রাখব, ফুটবল সম্পর্কিত বিষয়গুলো এতে প্রাধান্য পাবে। এভাবে তারা বাফুফে ভবনে আসবেন।'

বিমানবন্দর থেকে যে পথে বাফুফে যাবেন চ্যাম্পিয়নরা 

বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে প্রাথমিক আলাপ করে একটি রুট ঠিক করেছে বাফুফে। সোহাগ সেই রুটটির বিস্তারিত তুলে ধরেছেন সংবাদ সম্মেলনে,  'আসার সময় যে রুট ব্যবহার হবে সেটা জানাচ্ছি। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেও চূড়ান্ত করব। বিমানবন্দর থেকে  কাকলী বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে হাতের বায়ে চলে যাব। আমরা এরপর তেজগাঁ হয়ে পুনরায় ফ্লাই ওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসব। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে পৌঁছাব।'

বাফুফে ভবনে মেয়েদের বরণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানেও একটি সংবাদ সম্মেলনের আয়োজন থাকছে,  'বাফুফে ভবনে মেয়েদেরকে ফুলের তোড়া দিয়ে সভাপতি মহোদয় বরণ করে নিবেন। তারপর এখানে রিফ্রেশমেন্ট থাকবে, ফটোসেশন থাকবে। এবং আপনাদের সামনে আরেক দফায় তারা কথা বলবেন।' 

'আপাতত কালকের পরিকল্পনা এইটুকু। পরে হয়ত আমরা আরও বড় আয়োজনে তাদের সংবর্ধনা দিব।' '

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago