রিচার্লিসনকে কলা ছুঁড়ে মারলেন সমর্থকরা

তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোল করার পর সতীর্থদের সঙ্গে রিচার্লিসন তখন উদযাপনে ব্যস্ত। পার্ক দে প্রিন্সেসের তখন ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। রিচার্লিসনের উদ্দেশ্যে কলা ছুঁড়ে মারতে থাকেন সমর্থকরা।

তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোল করার পর সতীর্থদের সঙ্গে রিচার্লিসন তখন উদযাপনে ব্যস্ত। পার্ক দে প্রিন্সেসের তখন ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। রিচার্লিসনের উদ্দেশ্যে কলা ছুঁড়ে মারতে থাকেন সমর্থকরা।

মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিশিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। তাতে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পায় দলটি। রিচার গোলের পরই মাঠের ডান দিকের কোণায় উদযাপনের সময় ঘটে এ ঘটনা।

তবে উদযাপন করতে থাকায় এ ঘটনা লক্ষ্য করেননি রিচার্লিসন। প্রথমে নজরে যায় সতীর্থ ফ্রেদের। কলাটি লাথি মেরে মাঠ থেকে ফেলে দেন তিনি। কিন্তু তাতে ক্ষান্ত হয়নি সমর্থকরা। এরপর কলার সঙ্গে আরও কিছু ছুঁড়ে মারতে থাকেন তারা।

ঘটনা শেষ হয়নি এখানেও। রাফিনহার করা তৃতীয় গোলেও একই ঘটনা ঘটে। তখন কলাটি কুড়িয়ে রেফারিকে দেন এ বার্সা তারকা। এমনকি নেইমারের পেনাল্টি শট নেওয়ার সময়ও ঘটে।

এ ঘটনায় এক বিবৃতিতে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ), 'দুর্ভাগ্যবশত, গোলের পরে দ্বিতীয় ব্রাজিলিয়ান গোলদাতা রিচার্লিসনের দিকে একটি কলা ছুড়ে দেওয়া হয়েছিল। সিবিএফ বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী অবস্থান নিয়েছে এবং যে কোনো পক্ষপাতমূলক কাণ্ডকে প্রত্যাখ্যান করে।'

ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে সিবিএফ। মাঠে থাকা ক্যামেরা ফুটেজ যাচাই করে দেখছে তারা। এছাড়া মাঠে থাকা নিরাপত্তা কর্মীরা সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করা চেষ্টা চালাচ্ছে কে বা কাড়া ঘটিয়েছে এই কাণ্ড। তবে এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত করতে পারেনি তারা।

Comments

The Daily Star  | English

Reforms needed before polls: Yunus

The 84-year-old microfinance pioneer is helming a temporary administration, to tackle what he has called the "extremely tough" challenge of restoring democratic institutions.

36m ago