২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপ শেষেই আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে কোচ লিওনেল স্কালোনির। তবে তাকে আরও একটি বিশ্বকাপে দেখতে চায় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এএফএ। চুক্তি নবায়নের খুব কাছে চলে এসেছে দুই পক্ষ। এরমধ্যেই স্কালোনির সঙ্গে একটি মৌখিক চুক্তি হয়ে গেছে বলে জানিয়েছেন এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।
রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর অস্থায়ীভাবে আর্জেন্টিনা দলের দায়িত্ব দেওয়া হয়েছিল স্কালোনিকে। দায়িত্ব নেওয়ার পর দলকে আমূল বদলে দেন এ কোচ। পরে দেওয়া হয় স্থায়ী দায়িত্ব। এখন তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে মরিয়া আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। আলোচনাও প্রায় চূড়ান্ত।
বুধবার বাংলাদেশ সময় সকালে নিউজার্সির রেড বুল অ্যারেনায় এক প্রীতি ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হয় আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় তারা। সে ম্যাচটি দেখতে গিয়েছিলেন তাপিয়া। সেখানেই এক বিবৃতিতে স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানান তিনি।
ম্যাচ শেষে স্কালোনির সঙ্গে নতুন চুক্তি নিয়ে তাপিয়া বলেন, 'গর্বের সঙ্গে আমি আপনাদের বলতে চাই আমরা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির সঙ্গে চালিয়ে যেতে যাচ্ছি। তার টিম প্রকল্পের উপর বাজি আমরা বাজী ধরা অব্যাহত রাখতে চাই।'
সংবাদ সম্মেলনে নিজেও বিষয়টি স্বীকার করেছেন স্কালোনি, 'প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমরা আজ দেখা করেছি, সবকিছু ঠিক রয়েছে। কিছু ব্যাপার রয়েছে তবে ইচ্ছা এবং প্রবণতা আছে, এবং আরও অনেক কিছু এমন একটি দলের সঙ্গে রয়েছে যা এই পথে চলতে উদ্দীপ্ত করে।'
স্কালোনির অধীনে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। এমন সাফল্যের ব্যাখ্যাও দিয়েছেন এ কোচ, 'মূল বিষয়টি হচ্ছে ফলাফলের উপর নির্ভর না করা। কি পরিবর্তন হয়েছে তা ভাবা, অন্যথায় আমি এখানে থাকতাম না এবং এই পরিস্থিতি সম্পর্কে কথা বলতাম না। জিনিসগুলো ভুল হতে পারে তবে সবকিছু ভুল হবে না ফলাফল প্রতিকূলে থাকলেও। এটা গুরুত্বপূর্ণ যে এই বার্তাটি বোঝা গেছে।'
সবসময় সমর্থন দিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট হতে শুরু করে সমর্থকদের সবাইকে ধন্যবাদ জানান এ কোচ, 'আমি প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ এবং জনগণের কাছে, যারা শেষ দিন পর্যন্ত আমাদের সমর্থন করেছেন, তারা আমাদের সঙ্গেই থাকবেন। বিশ্বকাপে যা-ই হোক, কিন্তু ঘামের শেষ ফোটা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব।'
Comments