এবার থামো: রোনালদোকে কাসানো
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। গোলের দেখা তো পাচ্ছেনই না, এমনকি ম্যাচে তেমন কোনো প্রভাবও রাখতে পারছেন না এ পর্তুগিজ তারকা। তাই সময়টা আরও বাজে হয়ে যাওয়ার আগে এখনই তাকে ফুটবল থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ইতালিয়ান তারকা এন্তোনিও কাসানো।
দুদিন আগে স্পেনের বিপক্ষে হেরে নেশন্স লিগের সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয় পর্তুগাল। সে হারে বড় দায় রয়েছে রোনালদোর। একেবারে সহজ কিছু সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। একবার তো গোলরক্ষককে একা পেয়েও মিস করেন। অথচ কোনোমতে হার ঠেকাতে পারলেই সেমিতে উঠত তারা।
এ সকল কারণে রোনালদোর নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্যই তাকে অবসরে যেতে বললেন কাসানো, 'এই মুহূর্তে, ক্রিস্তিয়ানোর নিজেকে ভালোবাসা উচিৎ এবং নিজের একটি উপকার করা উচিত এবং বোঝা উচিত যে একটি নির্দিষ্ট স্তরে যদি আপনি না পৌঁছাতে পারেন তাহলে আপনার খেলা বন্ধ করে দেওয়া উচিত।'
'সে সবকিছুই জিতেছে, সে একজন ফেনোমেনন। এবার থামো! এখন সময় অবসরের। এটাই সব খেলার নিয়ম। আপনাকে থামতে হবে কিংবা আপনাকে কেবল বেঞ্চে বসে থাকতে হবে। আমার তার প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে তবে এখন তাকে খেলোয়াড় হিসেবে আমি পছন্দ করি না,' যোগ করেন কাসানো।
তবে শুধু কাসানো নন, রোনালদোর বাজে ফর্মের কারণে ক্ষোভ দেখা দিয়েছে খোদ পর্তুগালেই। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো তাকে পারলে এখনই অবসরে পাঠায়। 'এ বোয়া' তো লিখেছে রোনালদো যতো কম খেলবেন ততো ভালো খেলবে পর্তুগাল।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও ছন্দে নেই রোনালদো। তাকে শুরুর একাদশে সে অর্থে রাখছেন না কোচ এরিক টেন হাগ। ইংলিশ লিগে দুটি ম্যাচ খেলেছেন শুরু থেকে, সে দুটি ম্যাচেই হেরেছে ইউনাইটেড। ইউরোপা লিগেও প্রায় একই অবস্থা। তার শুরু করা দুই ম্যাচের একটিতে হার। জয়টা দুর্বল প্রতিপক্ষ এফসি শেরিফের বিপক্ষে।
তবে যাকে অবসর নিয়ে এতো কথা সেই রোনালদো খেলতে চান আরও কয়েক বছর। সপ্তাহ খানেক আগেই পর্তুগালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, 'আমি আরও কয়েক বছর (পর্তুগাল) ফেডারেশনের সঙ্গে থাকতে চাই। এখনো খেলা চালিয়ে যাওয়ার প্রেরণা পাই। জাতীয় দলে আমার সময় এখনো শেষ হয়নি। আমি বিশ্বকাপে থাকব এবং (২০২৪) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলতে চাই।'
Comments