বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান মজবুত করল ব্রাজিল

সবশেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুফল পেয়েছে ব্রাজিল।
ছবি: টুইটার

সবশেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুফল পেয়েছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নামের পাশে যোগ হয়েছে আরও কিছু রেটিং পয়েন্ট। ফলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান মজবুত করল তিতের শিষ্যরা।

আগামী ২০ নভেম্বর কাতারের মাটিতে শুরু হবে বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞের আগে বৃহস্পতিবার শেষবারের মতো র‍্যাঙ্কিং প্রকাশ করেছে খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গত মাসে ঘানাকে ৩-০ গোলে হারানোর পর আফ্রিকার আরেক দল তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। এতে তারা আরও ৩.৭৪ রেটিং পয়েন্ট অর্জন করেছে। ফলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮১৪.৩।

সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে তিন নম্বরে। সবশেষ দুই প্রীতি ম্যাচে হন্ডুরাস ও জ্যামাইকাকে ৩-০ গোলে হারায় তারা। লিওনেল স্কালোনির শিষ্যদের রেটিং পয়েন্ট এখন ১৭৭৩.৮৮।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। দুইয়ে আছে ইউরোপের অন্যতম সেরা দল বেলজিয়াম। চার ও পাঁচে রয়েছে যথাক্রমে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ১৯৬৬ সালের বিশ্বকাপে শিরোপা জেতা ইংল্যান্ড।

সেরা দশে অদল-বদল এসেছে কেবল একটি। চারবার বিশ্বকাপের শিরোপা জেতা ইতালি এক ধাপ এগিয়ে উঠেছে ষষ্ঠ স্থানে। ২০১০ সালের আসরে চ্যাম্পিয়ন হওয়া স্পেন নেমে গেছে সাতে। নেদারল্যান্ডস আট, পর্তুগাল নয় ও ডেনমার্ক দশে অবস্থান করছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আছে ১১ নম্বরে।

বাংলাদেশ আগের মতো র‍্যাঙ্কিংয়ের ১৯২ নম্বরে রয়েছে। গত মাসে প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতলেও নেপালের কাছে তারা হেরে যায় ৩-১ গোলে। হাভিয়ের কাবরেরার শিষ্যদের রেটিং পয়েন্ট বর্তমানে ৮৮৪.৮১।

Comments