স্বল্পমেয়াদী উন্নতিতে আগ্রহী নন লিভারপুল কোচ

মাঠে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিভারপুলের। ইংলিশ লিগে এরমধ্যেই শীর্ষে থাকা দল থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়েছে দলটি। অথচ মাত্র ৭ রাউন্ড খেলেছে তারা। যদিও বরাবরই আশার বাণী শুনিয়ে যাচ্ছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে স্বল্পমেয়াদী কোনো ধরণের উন্নতিতে আগ্রহী নন এ কোচ।

মাঠে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিভারপুলের। ইংলিশ লিগে এরমধ্যেই শীর্ষে থাকা দল থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়েছে দলটি। অথচ মাত্র ৭ রাউন্ড খেলেছে তারা। যদিও বরাবরই আশার বাণী শুনিয়ে যাচ্ছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে স্বল্পমেয়াদী কোনো ধরণের উন্নতিতে আগ্রহী নন এ কোচ।

দুদিন আগে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে র‍্যাঞ্জার্সের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। নানা আলোচনা-সমালোচনার মধ্যে থাকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড পেয়েছেন গোল। গোল পেয়েছেন মোহামেদ সালাহও। তাতে অনেকেই ফের আশা দেখছেন দলটিতে। তবে এখনও নিজেদের সেরা অবস্থানে আসেননি বলেই জানিয়েছেন ক্লপ।

আগামী শনিবার এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হারলে শিরোপা লড়াই থেকে শুরুতেই ছিটকে পড়ার শঙ্কা। আর শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান তো বাড়বেই, নিজেরা চলে যাবে সেরা দশের বাইরে।

তবে র‍্যাঞ্জার্সের বিপক্ষে জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখতে চান ক্লপ, 'আপনি যখন একটি সমস্যা খুঁজে পান, আপনি তখন দ্রুত ক্লিক করে এর সমাধান চান। আমাদের এখনও কাজের অগ্রগতি চলছে। আমরা বলতে পারি না যে, এখনই আমরা আমাদের সেরাতে ফিরে এসেছি, অন্ধকার জায়গা থেকে ফিরে এসেছি। আমাদের ধারাবাহিকতা প্রয়োজন, এবং ধারাবাহিকতার জন্য আমাদের প্রত্যেকের বিপক্ষে নিজেদের রক্ষা করতে হবে। সেটাই আমাদের করতে হবে।'

'আমি স্বল্পমেয়াদী উন্নতিতে আগ্রহী নই -এটি ভাল ছিল, এটি খারাপ ছিল -যতক্ষণ না আমরা দারুণ কিছু করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো খেলতে হবে। এখান থেকে এগিয়ে যেতে হবে, উন্নতি করতে হবে। আর্সেনাল ও রেঞ্জার্সে অ্যাওয়ে ম্যাচ এবং এরপরে ম্যানচেস্টার সিটি, আমি কি বলতে পারি? "ওহ আমরা টানেলের মধ্যে দিয়ে এসেছি এবং আমি আলো দেখতে পাচ্ছি?" আমি খুব ইতিবাচক, খুব আশাবাদী এবং এই খেলোয়াড়রা এখনও দুর্দান্ত, কিন্তু আমাদের পারফর্ম করতে হবে,' যোগ করেন এ জার্মান কোচ।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

8h ago