ফুটবল

কাতার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দিবালার

মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তখন থেকেই শঙ্কা, বড় কোনো ইনজুরিতে পড়েননি তো পাওলো দিবালা। শেষ পর্যন্ত সে শঙ্কাই আরও জোরালো হয়েছে। চলতি বছরেই আর তাকে নাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন এএস রোমা কোচ জোসে মরিনহো। যে কারণে শঙ্কা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলা নিয়েও।

মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তখন থেকেই শঙ্কা, বড় কোনো ইনজুরিতে পড়েননি তো পাওলো দিবালা। শেষ পর্যন্ত সে শঙ্কাই আরও জোরালো হয়েছে। চলতি বছরে তাকে আর নাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন এএস রোমা কোচ জোসে মরিনহো। যে কারণে শঙ্কা জেগেছে আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপে খেলা নিয়েও।

রোববার রাতে স্তাদিও অলিম্পিকোতে সিরিআর ম্যাচে লেচ্চের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায় রোমা। ম্যাচের জয় সূচক গোলটি করেন দিবালাই। পেনাল্টিতে থেকে গোল করার মিনিট দুই পরেই চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ডকে।

মাঠ ছাড়ার সময় খুবই হতাশ ও বিধ্বস্ত দেখাচ্ছিল দিবালা। এক পর্যায়ে কেঁদেও ফেলেন এ তারকা। ডাগআউটে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই তার বাঁ পেশীতে বরফ লাগিয়ে রাখেন মেডিকেল স্টাফরা। চোট যে সামান্য তা স্পষ্ট হয়ে ওঠে এ তারকার চোখেমুখে।

ম্যাচ শেষে দিবালার ইনজুরির অবস্থা জানিয়ে ডাজন নেটওয়ার্ককে মরিনহো বলেন, 'আমি বলব, খারাপ… আমার মনে হয় খুব খুবই খারাপ। আমি চিকিৎসক নই। তবে আমার অভিজ্ঞতা যা বলে এবং পাওলোর সঙ্গে কথা বলে যা বুঝলাম, এই বছর তাকে মাঠে দেখা খুব কঠিন হবে।'

শেষ পর্যন্ত যদি মরিনহোর কথা সত্যি হয় রোমা তো বতেঈ তাহলে বড় ধাক্কা হবে আর্জেন্টিনার জন্যও। আর্জেন্টিনার হয়ে ৩৪ ম্যাচ খেলা এ তারকা খেলতে পারবেন না কাতার বিশ্বকাপে।

রোমায় যোগ দেওয়ার পর থেকেই দারুণ ছন্দে ছিলেন দিবালা। রোমার প্রতিটি জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে করেছেন ৬টি গোল।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

4h ago