বিশ্বকাপের আগেই মাঠে ফিরছেন দি মারিয়া
হঠাৎ করেই বড় দুশ্চিন্তা জেঁকে বসেছিল আর্জেন্টাইন শিবিরে। পাওলো দিবালার পর আনহেল দি মারিয়াকেও বিশ্বকাপে না পাওয়ার বড় শঙ্কায় ছিল তারা। তবে শেষ পর্যন্ত সে শঙ্কা দূর হয়েছে তাদের। আসন্ন কাতার বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে পারবেন এই আর্জেন্টিনার তারকা। একই সঙ্গে দুশ্চিন্তা মুক্ত হয়েছে তার ক্লাব জুভেন্তাসও।
বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে নিজেদের ওয়েবসাইটে দি মারিয়ার ইনজুরির সবশেষে অবস্থা জানিয়েছে জুভেন্তাস। বিবৃতিতে তারা বলে, 'আনহেল দি মারিয়া আজ সকালে জে মেডিক্যালে ডায়াগনস্টিক পরীক্ষা করেছেন, তাতে ডান উরুর হ্যামস্ট্রিংয়ে একটি নিম্ন-গ্রেডের ক্ষত দেখা দিয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে এ খেলোয়াড়ের প্রায় ২০ দিন সময় লাগবে।'
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত মঙ্গলবার রাতে ইসরায়েলের ক্লাব মাকাবি হাইফার মাঠে ২-০ গোলে হারে জুভেন্টাস। সে ম্যাচে ওল্ড লেডিদের হারের ক্ষত দ্বিগুণ করে দিয়েছিল দি মারিয়ার ইনজুরি। চোটের কারণে ম্যাচের এক তৃতীয়াংশ সময়ও খেলতে পারেননি এই তারকা।
ম্যাচের ২৪ মিনিটে দৌড়াতে গিয়ে হঠাৎ ডান উরুতে টান লাগে এ সাবেক পিএসজি তারকার। পরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। তখন মনে হয়েছিল চোট বেশ গুরুতর। হয়তো কাতার বিশ্বকাপেই দেখা যাবে না তাকে। তবে পরীক্ষার পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন আর্জেন্টিনার সমর্থকরা।
বিশ্বকাপ শুরু হতে এখনও ৩৭ দিন বাকি রয়েছে। আর দি মারিয়া মাঠে ফিরতে পারবেন ২০ দিন পরেই। অর্থাৎ পুনর্বাসন প্রক্রিয়া শেষে ম্যাচ ফিটনেস ফিরে পেতে প্রায় দুই সপ্তাহ সময় পাচ্ছেন তিনি।
Comments