'শাস্তি' পাওয়ার পর সেই কাণ্ডের ব্যাখ্যা দিলেন রোনালদো

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষ না হওয়ার আগেই মাঠ ছাড়ার বড় শাস্তিই পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরবর্তী ম্যাচে চেলসির বিপক্ষে স্কোয়াডেই রাখা হয়নি তাকে। যা আবার আলাদা করে বিবৃতি দিয়ে প্রকাশ করেছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যারিয়ারের শেষ বেলায় এসে এমনটা নিঃসন্দেহে বিব্রতকর তার জন্য।
ছবি: সংগৃহীত

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষ না হওয়ার আগেই মাঠ ছাড়ার বড় শাস্তিই পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরবর্তী ম্যাচে চেলসির বিপক্ষে স্কোয়াডেই রাখা হয়নি তাকে। যা আবার আলাদা করে বিবৃতি দিয়ে প্রকাশ করেছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যারিয়ারের শেষ বেলায় এসে এমনটা নিঃসন্দেহে বিব্রতকর তার জন্য।

তবে শৃঙ্খলাজনিত কারণে শাস্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে নিজের কাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন রোনালদো, 'আমি পুরো ক্যারিয়ারজুড়ে সবসময় সতীর্থ, প্রতিপক্ষ ও কোচদের সঙ্গে সম্মানের সঙ্গে খেলতে চেষ্টা করি। এটি বদলায়নি, আমি বদলাইনি। গত ২০ বছর ধরে শীর্ষ পর্যায়ের ফুটবলে আমি সেই একই ব্যক্তি, একই পেশাদার হিসেবে রয়েছি। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্মানের বিষয়টি সবসময় বড় ভূমিকা রেখেছে।'

তবে মুহূর্তের উত্তেজনায় সে ভুল হয়েছে বলে উল্লেখ করেন এ পর্তুগিজ তারকা, 'আমি খুব ছোট বয়সে খেলা শুরু করেছি। বয়সে বড় ও অভিজ্ঞ খেলোয়াড়দের উদাহরণ আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এজন্য পরে আমি সবসময় চেষ্টা করেছি, আমার দলের তরুণ খেলোয়াড়দের জন্য নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে। দুর্ভাগ্যবশত এটি সবসময় সম্ভব হয় না। কখনও কখনও মুহূর্তের উত্তাপ আমাদের গ্রাস করে ফেলে।'

আগামীতে যেকোনো কিছুর জন্য প্রস্তুত থেকে চাপের মুখে ভেঙে না পড়ে সবার সঙ্গে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন তিনি, 'এখন আমি যা বুঝতে পারছি, আমাকে ক্যারিংটনে কঠোর পরিশ্রম করে যেতে হবে, সতীর্থদের সমর্থন করতে হবে এবং যেকোনো ম্যাচে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। চাপের কাছে নতি স্বীকার করা কোনো উপায় হতে পারে না। এটি কখনও ছিলও না। ম্যানচেস্টার ইউনাইটেড এবং আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। শিগগির আমরা আবার এক হব।'

বুধবার রাতে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন রোনালদো। ম্যাচের ৮৯তম মিনিটে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। যার ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। স্পার্সের বিপক্ষে সে ম্যাচ শেষেই রোনালদোকে শাস্তি দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন ইউনাইটেড কোচ টেন হাগ।২৪ ঘণ্টা পার না হতেই রোনালদোকে বাদ দিয়ে জানিয়ে দিয়েছেন শৃঙ্খলা বজায় রাখতে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছ পা হবেন না এ ডাচ কোচ।

এর আগে গত আগস্টে প্রাক-মৌসুমের একটি ম্যাচেও একই কাণ্ড করেছিলেন রোনালদো। রায়ো ভায়েকানোর বিপক্ষে সেই ম্যাচের প্রথম ৪৫ মিনিট খেলানোর পর দ্বিতীয়ার্ধে তাকে বদল করেন টেন হাগ। যে কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন রোনালদো। তখনও বেশ কিছু ম্যাচে মাঠে নামাননি রোনালদোকে। যদিও ম্যাচ ফিটনেসের অভাবের কথা বলেছিলেন কোচ। কিন্তু ইংলিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এক প্রকার শাস্তিই দেওয়া হয়েছিল রোনালদোকে। এবার কোনো রাখঢাক না রেখে রীতিমতো বিবৃতি দিয়েই শাস্তির বিষয়টি পরিষ্কার করে দেন টেন হাগ।

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

5h ago